scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: ফের ভ্যাপসা গরমের পূর্বাভাস, নিম্নচাপের কী খবর?

 Weather Update
  • 1/8


সরে যাচ্ছে নিম্নচাপ। ফলে বুধবার থেকেই আবহাওয়ার  উন্নতি হতে শুরু করেছে।
 

 Weather Update
  • 2/8

হাওয়া অফিস বলছে, সুস্পষ্ট নিম্নচাপটি ছত্রিশগড় থেকে এগিয়ে মধ্যপ্রদেশে  অবস্থান করছে। যার পলে দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

 Weather Update
  • 3/8

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়াতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
 Weather Update
  • 4/8

কলকাতার আকাশ মেঘলা থাকবে। দুই এক পশলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 Weather Update
  • 5/8


তবে হাওয়া অফিস বলছে, আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি।

 Weather Update
  • 6/8

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। এছাড়া  কোচবিহার, আলিপুরদুয়ার,দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। তবে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলা গুলিতেও।
 

 Weather Update
  • 7/8

তবে সপ্তাহান্তে ফের দুর্যোগের পূর্বাভাস রয়েছে।  শনিবার ফের নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে  পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওড়িশাত। 
 

Advertisement
 Weather Update
  • 8/8

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সেই বৃষ্টি চলতে পারে। তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। বুধবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Advertisement