scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Update : জোড়া নিম্নচাপ, আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk কলকাতায় বৃষ্টি
  • 1/13

Weather Update: বঙ্গোপসাগর ও আরব সাগরে দু'টি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। 

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk  বাংলায় বৃষ্টি
  • 2/13

অন্য নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমশ দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে পৌঁছবে।

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk রাজ্যে বৃষ্টি
  • 3/13

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। সমুদ্রে রয়েছেন যারা তাদের শনিবার সন্ধ্যের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই দুই দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement
Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk বৃষ্টির সম্ভাবনা
  • 4/13

আবহাওয়া দফতার জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk one
  • 5/13

কলকাতার শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk two
  • 6/13

বাংলার ছবি
দক্ষিণবঙ্গে রবি ও সোমবার খারাপ আবহাওয়ার আশঙ্কা। ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk three
  • 7/13

শুক্রবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ও বাড়বে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল অনেক জায়গায়।

Advertisement
Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk four
  • 8/13

বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। শনিবার দিনভর দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk five
  • 9/13

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস। 

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk six
  • 10/13

রবি ও সোমবার দুর্যোগের আবহাওয়ার আশঙ্কা। ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলের ৪ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk seven
  • 11/13

এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Advertisement
Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk eight
  • 12/13

কলকাতা হাওড়া হুগলি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

Weather Update West Bengal and Kolkata on 16 October IMD predicts it may rain in state abk nine
  • 13/13

মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে হালকা বৃষ্টি হতে পারে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।

Advertisement