
বছরের শেষে সুরাপ্রেমীদের জন্য কিছু দুঃখেরই খবর। মদের দাম বাড়াচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আফগারি দফতর জানিয়ে দিয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই বর্ধিত দাম কার্যকর হয়ে যাবে। যার নির্যাস, বেশি দাম দিয়ে মদ কিনতে হবে।

সম্প্রতি রাজ্য সরকারের আফগারি দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে মদের উপর বাড়তি শুল্ক ধার্য করা হয়েছে। মদ থেকে যাতে আরও বেশি রাজস্ব আয় করা যায়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক বছরে আফগারি খাতে সরকারের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার করহার সামান্য পরিবর্তন করে সরকার আরও আয় বাড়ানোর পথে হাঁটছে।

পয়লা ডিসেম্বর থেকে যে দাম বাড়ছে, তাতে মূলত জোর দেওয়া হয়েছে মদে অ্যালকোহলের পরিমাণের উপরে। যে মদ বেশি স্ট্রং, তার শুল্ক তত বেশি হবে। বাংলা মদের দামও একই হারেই বাড়ছে। সব থেকে বেশি দাম বাড়ছে বিদেশে প্রস্তুতকারক মদগুলির।

যে মদে অ্যালকোহলের মাত্রা ১১.৪ শতাংশ, সেই মদে আফগারি শুল্ক ছিল ১৭ টাকা, এবার লিটারে অতিরিক্তি ৪৭ টাকা শুল্ক গুনতে হবে।

মহুয়া বা অন্যান্য ফ্লেভারযুক্ত স্পিরিটে, অ্যালকোহলের পরিমাণ ২২.৮ শতাংশ, আফগারি শুল্ক ৫০ টাকা ও অতিরিক্ত আফগারি শুল্ক ১১৭ টাকা।

ফ্লেভার ছাড়া, নিখাদ স্পিরিটে (২২.৮ শতাংশ অ্যালকোহল) আফগারি শুল্ক ৫০ টাকা ও অতিরিক্ত আফগারি শুল্ক ১৫৭ টাকা।

৪২.৮ শতাংশের বেশি অ্যালকোহল যুক্ত হুইস্কি, রাম সহ মদগুলির ৪৬০ টাকা অতিরিক্ত শুল্ক। যার নির্যাস, স্ট্রং মদের দাম সবচেয়ে বেশি বাড়ছে। ২০১০ সালের পুরনো নিয়ম (West Bengal Excise Rules, 2010) সংশোধন করা হল।

আগে যে নিয়মে বিভিন্ন ধরনের মদের জন্য আলাদা কর নির্ধারণ করা ছিল, এখন সরকার নতুন করে প্রতি বাল্ক লিটার অনুযায়ী দাম ও কর ঠিক করেছে।