scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Local Train Services : দূরত্ববিধি শিকেয় তুলে ফের ঝমঝমিয়ে চলছে লোকাল ট্রেন!

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk লোকাল ট্রেন
  • 1/23

Local Train Services: রাজ্যে ফের চালু হল লোকাল ট্রেন পরিষেবা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্য লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তথ্য ও ছবি: অনিল গিরি, বিশ্বজিৎ বন্দ্য়োপাধ্য়ায়, হিমাদ্রি ঘোষ এবং প্রসেনজিৎ সাহা

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk লোকাল ট্রেন চালু
  • 2/23

রবিবার থেকে ফের তা চালু হয়ে গেল। 

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk লোকাল ট্রেন পরিষেবা
  • 3/23

তবে এদিন দেখা গিয়েছে, স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়। অনেক স্টেশনেই দেখা গিয়েছে এমন ছবি।

Advertisement
Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk লোকাল শুরু
  • 4/23

শারীরিক দূরত্ববিধি কার্যত শিকেয় উঠেছিল। এ নিয়ে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk ফের লোকাল শুরু
  • 5/23

লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। তবে ভিড় হওয়ায় প্রমাদ গুনছেন চিকিৎসকেরা। ফের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। 

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk one
  • 6/23

দীর্ঘদিন পর ফের চালু হলো রাজ্যে লোকাল ট্রেন। রবিবার সকাল থেকেই দুর্গাপুর স্টেশনে লোকাল ট্রেন ধরার জন্য ভিড় জমান যাত্রীরা।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk two
  • 7/23

যাত্রীরা জানিয়েছেন লোকাল ট্রেন চালু হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে তাঁদের।

Advertisement
Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk three
  • 8/23

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছে।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk four
  • 9/23

তাতে বাসে করে যাতায়াত করা তাদের পক্ষে অসম্ভব।
 

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk five
  • 10/23

লোকাল ট্রেনের ভাড়া অনেকটাই কম। তাই সাধারণ মানুষের ক্ষেত্রে লোকাল ট্রেনে যাতায়াত করাটাই সুবিধার।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk six
  • 11/23

রবিবার সকাল থেকেই লোকাল ট্রেনের জন্য টিকিট কাউন্টারে লোকাল ট্রেনের টিকিট কাটতে সাধারণ যাত্রীরা ভিড় করেন। 

Advertisement
Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk seven
  • 12/23

যদিও আজ রবিবার থাকায় সেখানে তেমন ভাবে লোকাল ট্রেনে ভিড় ছিল না। তবে আশা করা যাচ্ছে সোমবার থেকে লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড় অনেকটাই বাড়বে।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk eight
  • 13/23

দীর্ঘদিন পর ফের শুরু হল রাজ্যে ফের লোকাল ট্রেন। যার জন্য খুশি নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। লোকাল ট্রেন চালু হওয়ায় শনিবার পানাগড় স্টেশনে ট্রেনের যাত্রীদের মিষ্টি মুখ করান তৃণমূল কর্মী সমর্থকরা। 

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk nine
  • 14/23

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল সহ তৃণমূল কর্মী সমর্থকরা।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk ten
  • 15/23

পাশাপাশি শনিবার সকাল থেকেই লোকাল ট্রেন ধরতে পানাগড় স্টেশনে ভিড় জমান নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা।

Advertisement
Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk eleven
  • 16/23

সকাল থেকে বহু যাত্রীকে ট্রেনের টিকিট কেটে পানাগড় স্টেশনে প্রবেশ করতে দেখা যায়।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk twelve
  • 17/23

যাত্রীরা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যে লোকাল ট্রেন চালু করার উদ্যোগ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk thirteen
  • 18/23

তাঁরা জানিয়েছেন, লোকাল ট্রেন চালু হওয়ায় যে সমস্ত সাধারণ মানুষকে বেশি টাকা দিয়ে দূর পাল্লার স্পেশাল ট্রেনে করে যেতে হত।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk fourteen
  • 19/23

তাঁদের কর্মস্থলে সেই জায়গায় এবার কম খরচে তাঁরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন।

Advertisement
Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk fifteen
  • 20/23

অবশেষে প্রায় পাঁচ মাস পর স্পেশাল ট্রেনের যাত্রার অবসান ঘটিয়ে রবিবার সকাল থেকেই চালু হয়ে গেল লোকাল ট্রেন পরিষেবা। 

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk sixteen
  • 21/23

রবিবার থেকে রাজ্যের সমস্ত রেলপথে শুরু হয়ে গেল ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk seventeen
  • 22/23

সরকারি নির্দেশিকা মেনে চালু হল লোকাল ট্রেন। ট্রেন চালু হওযায় খুশি শিয়ালদহ দক্ষিণ শাখার সাধারণ লোকাল ট্রেনের যাত্রীরা।

Local Train Services resume WB CM Mamata Banerjee Government takes that decision abk one two
  • 23/23

এর ফলে তাদের যাতায়াতে আরও সুবিধা হবে বলে জানিয়েছেন তারা। এর আগে যাতায়াত করার ক্ষেত্রে ট্রেনের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হত তাঁদের। লোকাল ট্রেন চালু হতেই টিকিট কাউন্টারগুলিতে বাড়ছে ভিড়। এমনই ছবি দেখা গেল শিয়ালদহ দক্ষিণ শাখার বহু ষ্টেশনেই দেখা গেল যাত্রীদের ভিড়। 

শুরু হল লোকাল ট্রেন চলাচল। প্রায় ৬ মাস পর ট্রেন চালু হ‌ওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে ছোট ব্যাবসায়ী ও সাধারণ মানুষ ও হকাররা। রবিবার হ‌ওয়ার কারণে ট্রেনের সংখ্যা হাতেগোনা। ফলে আপ লোকাল গুলিতে ভীড় হচ্ছে যথেষ্ট‌ই। অনেকেই যাত্রা করছেন মাস্ক না পরেই পাশাপাশি সামাজিক দুরত্ববিধি কোনও ভাবেই মানা হচ্ছে না। আর পি এফ থাকলেও তাদের সংখ্যা হাতেগোনা। তাই কড়া নজরদারি চোখে পড়েছে না। যাত্রী থেকে হকার সকলের দাবি বাড়ানো হোক ট্রেনের সংখ্যা।

তথ্য ও ছবি: অনিল গিরি, বিশ্বজিৎ বন্দ্য়োপাধ্য়ায়, হিমাদ্রি ঘোষ এবং প্রসেনজিৎ সাহা

Advertisement