scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

পুরুলিয়ায় ফের মাওবাদী পোস্টার, এবার SDO-কে খুনের হুমকি

মাওবাদী নামাঙ্কিত পোস্টার
  • 1/6

কোনওটায় এসডিওকে তো কোনওটায়া আবার বিএলআরও-কে খুনের হুমকি। লালকালিতে লেখা মাওবাদীদের নামাঙ্কিত এমনই সব পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার (Purulia) বরাবাজার থানা এলাকায়।

মাওবাদী নামাঙ্কিত পোস্টার
  • 2/6

সোমবার বরাবাজারের তিলাডি, বানজোরা সহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টারগুলি নজরে আসে সাধারণ মানুষের । সঙ্গে সঙ্গে নতুন করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

মাওবাদী নামাঙ্কিত পোস্টার
  • 3/6

পোস্টারগুলিতে প্রশাসনিক আধিকারিকদের প্রাণনাশের হুমকির পাশাপাশি সাধারণ মানুষকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

Advertisement
মাওবাদী নামাঙ্কিত পোস্টার
  • 4/6

একইসঙ্গে দেশজুড়ে মাও শাসন প্রতিষ্ঠার জন্যও জনগণকে এগিয়ে আসার বার্তাও দেওয়া হয়েছে পোস্টারগুলিতে। 

মাওবাদী নামাঙ্কিত পোস্টার
  • 5/6

এদিকে পোস্টারগুলি উদ্ধার হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নতুন করে সক্রিয় হচ্ছে মাওবাদীরা?

মাওবাদী নামাঙ্কিত পোস্টার
  • 6/6

পোস্টারগুলি উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যিই এর সঙ্গে মাও যোগ রয়েছে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement