scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

মালদায় লক্ষ্মীর ভাণ্ডারে সহায়িকা কন্যাশ্রী'রাই, প্রশংসা সর্বত্র

কন্যাশ্রীর সাহায্য
  • 1/13

লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র পূরনে এবার এগিয়ে এলেন কন্যাশ্রীর ছাত্রীরা। এতদিন নিয়েছেন, এবার ফেরত দিতে চান। খুশি এলাকার বাসিন্দারা।
 

কন্যাশ্রীর সাহায্য
  • 2/13

মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর হাই মাদ্রাসার ছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিকেরা। 

কন্যাশ্রীর সাহায্য
  • 3/13

জানা গিয়েছে ,চাঁচলের কাতলামারি গ্রামের বাসিন্দাদের দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যস্বাথী কার্ড তৈরির ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে।

Advertisement
কন্যাশ্রীর সাহায্য
  • 4/13

এলাকায় বেশিরভাগই অশিক্ষিত। ফলে 'লক্ষ্মীর ভান্ডার'-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্মপূরণ করত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বহু মহিলা।

কন্যাশ্রীর সাহায্য
  • 5/13

সে দিকে নজর রেখে এবার স্বেচ্ছায় রাজ্য সরকারের 'কন্যাশ্রী' প্রকল্পের সুবিধাপ্রাপ্ত স্কুলছাত্রীরা এবার লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথীর ফর্ম পূরণ করে দিচ্ছে।

কন্যাশ্রীর সাহায্য
  • 6/13

আর মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর হাই মাদ্রাসায় দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমান সাধারণ মানুষ।

কন্যাশ্রীর সাহায্য
  • 7/13

সেখানেই দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের ফর্ম। কিন্তু অনেকেই সেই ফর্ম পূরণ করতে পারছেন না। যার কারণে সমস্যায় পড়ছেন শিবিরে আসা উপভোক্তারা।

Advertisement
কন্যাশ্রীর সাহায্য
  • 8/13

এদিন ওই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা সম্পূর্ণ এগিয়ে আসেন। জনা ১৫ ছাত্রী নিজে হাতে উপভোগক্তাদের ফর্ম পূরণ করে দেন। ছাত্রীদের এমন উদ্যোগে খুশি উপভোগ তারা।
         

কন্যাশ্রীর সাহায্য
  • 9/13

এক উপভোক্তা তাঞ্জিলা খাতুন বলেন,আমরা অনেকে আছি যারা ফর্ম পূরন করতে পারছি না। তাদের এই কন্যশ্রীরা যে ভাবে ফর্ম পূরনে সহযোগিতা করছে তাতে আমরা খুশি।

কন্যাশ্রীর সাহায্য
  • 10/13

বহু মানুষ উপকৃত হচ্ছে। এতে আমরা খুশি। সবা ছাত্রছাত্রীরাই যদি এভাবে এগিয়ে আসে তাতে উপকৃত হবে মানুষ। 

কন্যাশ্রীর সাহায্য
  • 11/13

চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য বলেন,প্রশংসনীয় উদ্যোগ। প্রচুর লোক এখানে ফর্ম নিতে ও পূরন করতে অসুবিধা হচ্ছে।

 

Advertisement
কন্যাশ্রীর সাহায্য
  • 12/13

এই ছাত্রছাত্রীরা যে ভাবে এগিয়ে এসেছে তাতে তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এভাবে প্রত্যেককেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কন্যাশ্রীর সাহায্য
  • 13/13

এদিকে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের বক্তব্য, অনেক কিছুই তো সরকার থেকে নিচ্ছি, তাহলে আমরা যদি বাকিদেরও একটু সাহায্য করতে পারি, ক্ষতি কি ?

Advertisement