হাওয়া অফিস জানিয়েছিল আপাতত আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্য জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যার জেরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এদিকে রাজ্যের ওপর থেকে নিম্নচাপ কাটলেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও মঙ্গলবারের দিন শুরু হয় বৃষ্টির মধ্যে দিয়েই।
হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা এখনও এ রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের দিঘার উপরে রয়েছে এই অক্ষরেখা। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দিনগুলিতেও চলবে।
আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়ায়।
বৃহস্পতিবার অবধি এই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি কম, দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। এদিন জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
আগামী দিন কয়েক উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ২৭ অগস্ট অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের একাধিক জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।