অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গে। রবিবার ছুটির দিন ভোর থেকেই কখনও ঝমঝমিয়ে আবার কখনও হালকা, লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল রবিবার থেকেই বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বর্ষণ।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী না হলেও বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। মূলত মাঝারি বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতেও পারে কলকাতা ,হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া জেলায়।
মূলত মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। চলতি সপ্তাহে এই সময়ের স্বাভাবিক বৃষ্টি হবে। যদিও জুন মাস থেকে যে বৃষ্টির ঘাটতি সেই বৃষ্টির ঘাটতি পূরণে এই বৃষ্টি সহায়ক হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিও হতে পারে। শহরে সোমবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে।
হাওয়া অফিস বলছে, আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।