বন্যার মুখে উত্তরবঙ্গ। ভয়াবহ বৃষ্টির কারণে জুনের দ্বিতীয় সপ্তাহেই বন্যার মুখোমুখি হয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল। মাঝে দু’একদিনের জন্য বিরতি নিলেও ফের আকাশভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে।
পাহাড়ে একাধিক জায়গায় ধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার অবনতির ফলে বাগডোগরা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
হাওয়া অফিস বলছে ৩০ তারিখ পর্যন্ত উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্প জেলার ভারি থেকে অতি ভারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।