সকালে কলকাতা ও আশপাশের এলাকায় রোদ ঝলমলে আকাশ। শহরে আজও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর। তবে বিকেলের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস বলছে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে। তবে মূলত রোদের দাপট বজায় থাকবে। যার জেরে গলদঘর্ম হওয়ার সম্ভাবনা।
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে তা রয়েছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে।
এদিন উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলা- উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
আগামী তিন চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। এর জেরে নদীর জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হতে পারে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে ধ্বস নামতে পারে। শস্যের ক্ষতি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।