scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast South Bengal : দক্ষিণবঙ্গে আপাতত ভ্যাপসা গরমের পূর্বাভাস, কতদিন?

প্রতীকী ছবি
  • 1/7

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। 

প্রতীকী ছবি
  • 2/7

আর এই পরিস্থিতি আপাতত জারি থাকবে বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বড় কোনও ওয়েদার সিস্টেম নেই। 

 

প্রতীকী ছবি
  • 3/7

মৌসুমী অক্ষরেখা অনেকটা ওপরে উত্তরের দিকে হিমালয়ের পাদদেশ বরাবর রয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

ফলে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতই হবে। কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টিপাত। 

প্রতীকী ছবি
  • 5/7

তবে আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টিপাত হবে। 

প্রতীকী ছবি
  • 6/7

একই অবস্থা শহর কলকাতারও। হাওয়া অফিস জানাচ্ছে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকাতেও মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে।

প্রতীকী ছবি
  • 7/7

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ৫ দিন কিছুটা বেশ বৃষ্টিপাত হতে পারে। তারমধ্যে ২-১ জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 
 

Advertisement