নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জুড়ে দফায় দফায় চলছে বৃষ্টি। তার ওপরে অমাবস্যার ভরা কোটালে প্রবল জলোচ্ছ্বাস।
যার জেরে গ্রামে ঢুকতে শুরু করেছে জল। সাগরের মুড়িগঙ্গা নদীর (Muri Ganga River) বাঁধ উপচে জল ঢুকছে এলাকায়।
আতঙ্কে মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষজন। গ্রামবাসীদের আশঙ্কা, রাতে যদি আবারও নদীর জল বাড়ে তাহলে এলাকায় প্লাবন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অন্যদিকে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে দফায় দফায় চলছে বৃষ্টিপাত। সঙ্গে বইছে ঝোড়ো বাতাস।
সঙ্গে অমাবস্যার কোটালের জেরে নদী ও সমুদ্রের জোয়ারের জলও এলাকায় ঢুকতে শুরু করেছে। নামখানার মৌসুনী, কাকদ্বীপের তিলকচন্দ্রপুর এলাকায় হু হু করে জল ঢুকছে।