scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS : গঙ্গা, ফুলহার এর পর এবার মহানন্দায় ভাসল মালদা, দুর্যোগ অব্যাহত

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 1/14

গঙ্গা, ফুলহারের পর এবার মহানন্দা। মালদাবাসীর জীবন দুর্বিষহ করে ফের জল উপচে এলাকা ভাসিয়ে নিয়ে গিয়েছে।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 2/14

টানা বৃষ্টিতে মহানন্দার জল ঢুকেছে পুরাতন মালদা পুরসভার অসংরক্ষিত এলাকায়। যার ফলে বিপন্ন কয়েকশো পরিবার।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 3/14

ইতিমধ্যেই উপায় না দেখে ঘরের জিনিস পত্র, আসবাব, মূল্যবান সামগ্রী ভগবান ভরসায় ছেড়ে রেখে, ঘর ছাড়তে শুরু করেছেন তাঁরা।

Advertisement
এবার মহানন্দায় ভাসল মালদা
  • 4/14

জানা গিয়েছে প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বর মাস থেকে মহানন্দা নদীতে জল বৃদ্ধি পায়। এ বছরও তার ব্যাতিক্রম নয়।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 5/14

ফলে ইংরেজবাজার পুরসভার ৮, ৯, ১০, ১২, ২০ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী সংলগ্ন অসংরক্ষিত এলাকায় জল প্রবেশ করে।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 6/14

যার ফলে জলবন্দী হয় বহু মানুষ। অন্যদিকে পুরাতন মালদা পুরসভার নদী সংলগ্ন এলাকায় বহু মানুষ জলবন্দী।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 7/14

যদিও এদের স্থায়ী পুনর্বাসনের স্থায়ী কোন সমস্যা সমাধানের ব্যবস্থা কোনও প্রশাসন পদক্ষেপ নেয় না বলে অভিযোগ।

Advertisement
এবার মহানন্দায় ভাসল মালদা
  • 8/14

এবার অনেক আগে থেকে দুই পুরসভার প্রায় ১০হাজারের বেশি মানুষ জলবন্দি হয়েছে। তবে নেই কোনও সাহায্য। উঠছে ত্রাণ নিয়ে হাহাকার।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 9/14

স্থানীয় বাসিন্দা শান্তনু হালদারের অভিযোগ, এত বছর হয়ে গেলেও আমাদের নির্দিষ্ট কোনও বসবাসের জায়গা নেই।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 10/14

ফলে বন্য বা জল বৃদ্ধি হলেও এই নদী তীরবর্তী এলাকায় বসবাস করতে হয়। রয়েছে ভোটার কার্ড। প্রতি ভোটেই আশ্বাস মেলে সমাধানের।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 11/14

অনেক ভোট পেরিয়ে যাওয়ার পর সব কিছু চুপচাপ হয়ে যায়। সব রাজনৈতিক দলই এক। কংগ্রেস, তৃণমূল, সিপিএম কেউ দেখে না।

Advertisement
এবার মহানন্দায় ভাসল মালদা
  • 12/14

ফলে আমাদের এভাবেই চলতে হয়। আমরা গরিব মানুষ জায়গা কোথায় পাব ? কে দেবে ! আমরা চাই এর স্থায়ী সমাধান হোক।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 13/14

তাতে অন্তত মাথা গোঁজার ঠাঁই নিয়ে প্রতি বর্ষায় রাতের ঘুম উড়বে না। অন্তত ছেলেপুলে-সংসার নিয়ে আস্তানাটুকু গড়ে নিতে পারব।

এবার মহানন্দায় ভাসল মালদা
  • 14/14

ইংরেজবাজার পুরসভার পুর প্রশাসক সুমলা আগরওয়াল জানান, আমরা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছি। যেখানে যা ব্যবস্থা নেওয়ার, নেওয়া হচ্ছে। আমাদের লোকাল কো-অর্ডিনেটররা খোঁজ নিচ্ছেন। আমাদের তরফ থেকে বন্যার্দেতর উঁচু স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement