scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

ব্যাটারি চুরিতেই লক্ষ্মী লাভ! লকডাউনে মাথায় হাত প্রশাসনের

চুরি হয়ে যাচ্ছে সোলার লাইটের ব্যাটারি
  • 1/5

দুর্গম পাহাড়ি গ্রাম কিংবা গ্রামপঞ্চায়েত এলাকা থেকে  সৌরবাতির ব্যাটারি চুরি করেই লকডাউনে বিকল্প উপার্জনের পথ খুঁজে নিয়েছে স্থানীয় কিছু যুবক। এই সৌরবাতির ব্যাটারি চুরি করে নেওয়াতে সন্ধ্যার পর কার্যত অন্ধকারের ডুবে থাকছে জেলার বেশ কিছু গ্রামপঞ্চায়েত এলাকা।বক্সার দুর্গম পাহাড় অথবা আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক কিংবা কুমারগ্রাম ব্লক, সব এলাকাতেই প্রায় একই অবস্থা। ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটতে থাকলেও নজর নেই গ্রামপঞ্চায়েতগুলোর।

 

চুরি হয়ে যাচ্ছে সোলার লাইটের ব্যাটারি
  • 2/5

ইতিমধ্যেই সৌরবাতির ব্যাটারি চুরি হয়ে যাওয়াতে কয়েক লাখ টাকা ক্ষতির সন্মুখীন হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত। যদিও সৌরবাতির ব্যাটারি চুরির ঘটনা সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকা গুলোর ব্লক প্রশাসন এবং পুলিশ। সৌরবাতির ব্যাটারি চুরি রুখতে বেশ কয়েকটি গ্রামপঞ্চায়েত গ্রামে নৈশ পাহারার ব্যাবস্থা করেছে। সতর্ক হয়েছে অন্যান্য গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউন চলাকালীন গত এক মাস ধরেই সৌরবাতির ব্যাটারি চুরির ঘটনা সামনে এসেছে।

চুরি হয়ে যাচ্ছে সোলার লাইটের ব্যাটারি
  • 3/5

আলিপুরদুয়ার দুই ব্লকের  টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামপঞ্চায়েত  থেকে সৌরবাতির ব্যাটারি চুরি হয়ে গেছে। একই এলাকার  জোড়াকোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনটি সৌরবাতির ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। আবার বিধায়ক তহবিল থেকে লক্ষীবাড়ি প্রাইমারি স্কুলের ভেতরে একটি সোলার লাইট বসানো হয়েছিল। সেটির ব্যাটারিও চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল পরিচালিত টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের দুধকুমার রায় বলেন, গ্রাম পঞ্চায়েত প্রতিটি বুথ থেকেই সোলার লাইটের ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত সদস্যরা আমাকে বিষয়টি জানিয়েছেন। খুবই চিন্তার মধ্যে পড়েছি। পুলিশকে বিষয়টি জানাচ্ছি।

 

Advertisement
চুরি হয়ে যাচ্ছে সোলার লাইটের ব্যাটারি
  • 4/5

চাপরের পাড় ১ গ্রাম পঞ্চায়েতের কর্মাধক্ষ্য তথা অঞ্চল কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসের রবীন্দ্র দাস বলেন, আমার ১২/২৪৭ বুথের ভেতরেও একই ঘটনা হয়েছে। ওই বুথের থেকেই কয়েকটি লাইটের ব্যাটারি কিছুদিন আগে চুরি হয়ে গিয়েছে। স্থানীয় গ্রামপঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, একেকটা সৌরবাতি বসাতে প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হয়। প্রত্যেকটি সৌরবাতির ব্যাটারির দাম কমপক্ষে ১০ হাজার টাকা। জেলায় বিভিন্ন গ্রামপঞ্চায়েত থেকে ইতিমধ্যেই প্রায় চল্লিশটি ব্যাটারি চুরি হয়েছে বলে জানা গেছে। নতুন করে সেই সৌরবাতির ব্যাটারি লাগাতে হলে খরচ পড়বে প্রায় চারলাখ টাকা।

চুরি হয়ে যাচ্ছে সোলার লাইটের ব্যাটারি
  • 5/5

আলিপুরদুয়ার ২ ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার বলেন, সোলার লাইটগুলির ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে ঘটনাটি শুনেছি। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা বলেন, ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ঘটনার শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ নজরদারি করছে।

Advertisement