কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গ (South Bengal) আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং ও কালিম্পংয়ে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, ১৭ তারিখ পর্যন্ত উত্তরে এই দুই জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত।
এদিকে রবিবারই নামলো তাপমাত্রা। আলিপুর আহাওয়া দফতর জানাচ্ছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
হাওয়া অফিস বলছে, এরপর ধীরে ধীরে ডিসেম্বর পর্যন্ত নামতে থাকবে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে তাপমাত্রা পৌঁছে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে।
ডিসেম্বরের শুরুর দিকে সেটি ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তাপমাত্রার আরও পতনের পর ডিসেম্বরের শেষের দিকে তা পৌঁছতে পারে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন - পেটের গন্ডগোলে জেরবার? এই ৩ ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি