Weather Update: রোদ, মেঘলা আকাশ ও মাঝেমধ্যে হালকা বৃষ্টি, গোটা জুলাই মাস জুড়েও ভারী বৃষ্টির দেখা নেই। কবে ভারী বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গ? এখন তাই লাখ টাকার প্রশ্ন। এদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে গুজরাত, মুম্বই সহ দেশের অন্য রাজ্যগুলি। এমনকি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস অনুসারে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। রবি ও সোমবার উপকূলীয় জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, জুন মাস থেকে দক্ষিণবঙ্গে ৫০ শতাংশ ঘাটতি। আগামী দিনেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। তবে, জলপাইগুড়ি ও কালিম্পঙে খুব অল্প ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
এ সপ্তাহে আর তেমনভাবে বৃষ্টির বড়সড় কোনও পরিবর্তন নেই। তবে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে বৃষ্টি খানিকটা হলেও বাড়তে পারে।