scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Who is Arpita Mukherjee: ২১ কোটি ছাড়াও বিপুল সম্পত্তির মালকিন! পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা কী করেন?

কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে
  • 1/9

রাজ্যের মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়কে SSC দুর্নীতি মামলা নিয়ে জেরার মধ্যেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। একটি কাগজের সূত্র ধরে ED অর্পিতা মুখোপাধ্যায়ের খোঁজ পায়। এরপর অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখানে তাঁর শয়নকক্ষ থেকে দু'টি টাকার বস্তা উদ্ধার করে তারা। বস্তা বোঝাই কোটি কোটি টাকা স্তুপের আকার নেয়। প্রাথমিকভাবে ২০ কোটি টাকা আছে বলে আন্দাজ করে কেন্দ্রীয় তদন্তকারী দল। পরে রাতভর টাকা গণনার পর তা ২১ কোটি ছাড়িয়ে যায়। পাশাপাশি উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার সোনার গয়না, দু'টি  ফ্ল্যাট ও বাড়ির হদিশ মেলে। কোথা থেকে এত টাকা এল খতিয়ে দেখছে ইডি।
 

অর্পিতা 'পার্থ-ঘনিষ্ঠ' বলেই জানা গেছে
  • 2/9

এরই মধ্যে প্রশ্ন উঠছে তাঁর সঙ্গে তৃণমূল দলের সম্পর্ক আছে কি? কারণ, অর্পিতা 'পার্থ-ঘনিষ্ঠ' বলেই জানা গেছে। নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর মডেল ফেস হিসেবেও দেখা যায় তাঁকে।  ওই পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিতি। যদিও, তৃণমূলের দলীয় নেতা কুণাল ঘোষের দাবি, এই ২০ কোটি টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 

ইডি-র অভিযান থেকে লাইমলাইটে আসেন অর্পিতা মুখোপাধ্যায়
  • 3/9

ইডি-র অভিযান থেকে লাইমলাইটে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি পেশায় মডেল-অভিনেত্রী। ওড়িয়া, তামিল বেশ কয়েকটা সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক। তিনি টলিউডেও কাজ করেছেন, যদিও খুব অল্প সময়ের জন্য। অর্পিতা তাঁর ফিল্ম কেরিয়ারে বেশিরভাগ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। 

Advertisement
অর্পিতা পার্থ  চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ
  • 4/9

অর্পিতা পার্থ  চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারে প্রাক্তন শিক্ষামন্ত্রীও ছিলেন। এখন প্রশ্ন উঠছে যে অর্পিতা মুখোপাধ্যায় কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হলেন? প্রকৃতপক্ষে, পার্থ পরিচালিত কলকাতার অন্যতম বড় দুর্গা পুজো কমিটি উদয়ন সংঘে অর্পিতা ২০১৯ এবং ২০২০ সালে পুজো উদযাপনের মুখ ছিলেন। দুর্গাপুজার সময় প্রকাশিত পোস্টারে পুজো কমিটির সভাপতি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নামও লেখা ছিল।
 

কুণাল  ট্যুইটে দাবি করে লেখেন
  • 5/9

কুণাল  ট্যুইটে দাবি করে লেখেন, ‘ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল তা নজর রাখছে। যথা সময়ে বক্তব্য জানাবে।’ তিনি এ-ও জানান, 'তৃণমূল কোনও রকম অন্যায়কে প্রশ্রয় দেবে না।'
 

পূর্বে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোয় একই মঞ্চে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়
  • 6/9

এর আগে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোয় একই মঞ্চে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়-পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই ভিডিও ট্যুইট করেন বিজেপির অমিত মালব্যের।
 

বিজেপির অমিত মালব্যের এই ট্যুইট নিয়ে শোরগোল পড়ে যায়
  • 7/9

বিজেপির অমিত মালব্যের এই ট্যুইট নিয়ে শোরগোল পড়ে যায়।

Advertisement
ইতিমধ্যে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, আটক হয়েছেন অর্পিতা
  • 8/9

ইতিমধ্যে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, আটক হয়েছেন অর্পিতা। তাঁকে জেরা করে কোনও সদুত্তর মেলেনি অর্পিতার তরফে। 
 

অর্পিতার পৈতৃক বাড়িতে থাকেন তাঁর মা
  • 9/9

অর্পিতার পৈতৃক বাড়িতে থাকেন তাঁর মা। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে, তাঁর মা তাঁর সম্পত্তির বিষয়ে বিশেষ কিছুই জানেন না বলে দাবি করেন। 

(ছবি সূত্র: অর্পিতা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া)
 

Advertisement