scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast:আজকেও ঝড়-বৃষ্টি এই জেলাগুলিতে, তবে বাড়বে ভ্যাপসা গরম

Bengal Weather Forecast
  • 1/10

আগামী দু তিন দিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকবে এমনটাই পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। সঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাবে বঙ্গে।

Bengal Weather Forecast
  • 2/10


এদিকে  কলকাতার একাংশ ও দক্ষিণবঙ্গে শনিবার রাতে  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি স্বস্তির বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও সংলগ্ন এলাকাতেও এমনই পরিস্থিতি দেখা গিয়েছে। 

Bengal Weather Forecast
  • 3/10

তবে হাওয়া অফিস বলছে,আগামী কয়েকদিন ফের তাপমাত্রা বাড়বে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আগামী কিছুদিন স্বাভাবিক তাপমাত্রার থেকে ১-২ ডিগ্রি উপরে তাপমাত্রা থাকবে। দিনের বেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
 

Advertisement
Bengal Weather Forecast
  • 4/10


ওড়িশার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুই সিস্টেমের কারণে তাপমাত্রা আরো এক ডিগ্রি বারবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। 
 

Bengal Weather Forecast
  • 5/10

আজকের পাশাপাশি সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা জোরদার বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Bengal Weather Forecast
  • 6/10

প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় ।
 

Bengal Weather Forecast
  • 7/10

আজ  কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে কোলকাতায় তাপমাত্রা বাড়ার জন্য আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। 

Advertisement
Bengal Weather Forecast
  • 8/10

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭  ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম বলছে  হাওয়া অফিস। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩  ডিগ্রি বেশি। 

Bengal Weather Forecast
  • 9/10

দক্ষিনবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা আছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।  আগামী ২৪ ঘন্টায় নদিয়া, মুর্শিদাবাদ,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। 

Bengal Weather Forecast
  • 10/10

উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হবে বাদবাকি জেলা হালকা ঝড় বৃষ্টি হবে। তবে আগামী দুদিন বাড়বে তাপমাত্রা। জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement