বর্ষা নিয়ে দেশের কৃষকদের জন্য দারুণ সুখবর দিল আবহাওয়া দফতর। বর্ষা সংক্রান্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে। আজ ২৯ মে কেরলে বর্ষা প্রবেশ করেছে। IMD জানিয়েছে, স্বাভাবিক সময়ের থেকে ৩ দিন আগেই কেরলে ঢুকল বর্ষা।
বর্ষার আগেই অবশ্য চলতি মে মাসে দেশের একাধিক এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের খবর মিলেছে। কেরলের ১০ জেলায় ইতিমধ্যেই রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।
পরিস্থিতি এমনই যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই কেরলে স্বাভাবিক বর্ষা শুরু হতে চলেছে এক বিবৃতিতে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদরা বলছেন, যা পরিবেশ তৈরি হয়েছে তাতে বর্ষা আসতে আর খুব বেশি দেরি নেই। আর কেরলে বর্ষা ঢোকা মাত্র বাংলার জন্যে স্বস্তির খবর। বাংলাতেও এর প্রভাব শুরু হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাবে।
তবে ৩১ তারিখ থেকে ২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব একটু কমবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। যদিও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি,কোচহার, আলিপুরদুয়ারে।