scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Heatwave High Alert: নববর্ষে তাপপ্রবাহের হাই অ্যালার্ট, বৃষ্টির কী পূর্বাভাস?

দিন দশেক হয়ে গেল দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই
  • 1/10

মাথার ওপর সূর্য। চাঁদিফাটা প্রখর রোদ। দিন দশেক হয়ে গেল দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। চৈত্রেই জ্যৈষ্ঠের ছোঁয়া। রোদ-গরমে নাজেহাল রাজ্যবাসী। 

এপ্রিল শেষ হওয়ার আগেই ভয় ধরাচ্ছে গরম
  • 2/10

এপ্রিল শেষ হওয়ার আগেই ভয় ধরাচ্ছে গরম। ঋতু অনুযায়ী এখনও বসন্ত শেষ হয়নি। তার আগেই গ্রীষ্মের দাপটে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। 

বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ
  • 3/10

বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ। সঙ্গে শুষ্ক আবহাওয়া। পয়লা বৈশাখ পর্যন্ত আবহাওয়া এমনই থাকে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।

Advertisement
রাজ্যে দিনের তাপমাত্রা বেশি থাকবে
  • 4/10

আলিপুর আবহাওয়া অফিস জনিয়েছে, রাজ্যে দিনের তাপমাত্রা বেশি থাকবে। দিন কয়েক শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাত বৃষ্টি নেই। 

আজ রাজ্যের একাধিক জায়গায় ৩৮ ডিগ্রি পেরিয়েছে তাপমাত্রা
  • 5/10

আজ রাজ্যের একাধিক জায়গায় ৩৮ ডিগ্রি পেরিয়েছে তাপমাত্রা। দিন দুয়েকে আরও বাড়বে তাপমাত্রা। আগামী ১৫ থেকে ১৬ তারিখ এপ্রিল পর্যন্ত এরকমই চলবে।

আগামী পাঁচদিন বৃষ্টিহীন
  • 6/10

আগামী পাঁচদিন বৃষ্টিহীন। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলা ও কলকাতাতে তাপপ্রবাহের সম্ভবনা আছে।

হাওয়া অফিসের
  • 7/10

হাওয়া অফিসের তরফে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ১১টা থেকে ৪টে পরিশ্রমের কাজ না করতে বলা হয়েছে। জল বার বার খেতে হবে। ঢিলাঢালা জামাকাপড় পরতে হবে। সুতির কাপড় পরতে হবে। বাইরের খাবার কম খেতে হবে। যদি অসুস্থতার লক্ষণ দেখা যায় তা অবহেলা করা যাবে না। ছাতা ও টুপি ব্যবহার। 

Advertisement
প্রয়োজনে ওড়না দিয়ে মাথা ঢাকা
  • 8/10

প্রয়োজনে ওড়না দিয়ে মাথা ঢাকা। হালকা খাবার খেতে হবে। যারা বাইরে থাকবেন তাদের বারবার ঘাড়ে, চোখে মুখে জল দিতে হবে। ভিজে গামছা দিয়ে মুছেও নিতে পারেন।

প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে
  • 9/10

দক্ষিণবঙ্গের একাধিক জেলা- বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর,মুর্শিদাবাদের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে। 

তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে
  • 10/10

বাংলায় ছয় থেকে সাতটি জেলার তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Advertisement