scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Pahela Baishakh Weather Forecast: নববর্ষে এই জেলাগুলিতে ঝড়-জলের সম্ভাবনা, কলকাতায় কবে?

Pahela Baishakh Weather Forecast
  • 1/10


নববর্ষের দিনও কি থাকবে এই ভ্যাপসা গরম?‌ এখন এই প্রশ্নটাই কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গের মানুষের। 

Pahela Baishakh Weather Forecast
  • 2/10

দিনের বেলা ক্রমেই অসহ্য হয়ে উঠছে আবহাওয়া। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। নিস্তার নেই রাতেও। 
 

Pahela Baishakh Weather Forecast
  • 3/10

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে নিয়মিত চলছে  বৃষ্টির, আবহাওয়া রয়েছে মনোরম। 

Advertisement
Pahela Baishakh Weather Forecast
  • 4/10

এবার দক্ষিণবঙ্গের জন্য একটু হলেও স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর।
 

Pahela Baishakh Weather Forecast
  • 5/10

হাওয়া অফিস বলছে, এবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 

Pahela Baishakh Weather Forecast
  • 6/10

বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে।
 

Pahela Baishakh Weather Forecast
  • 7/10


শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই।

Advertisement
Pahela Baishakh Weather Forecast
  • 8/10

হাওয়া অফিস বলছে,  মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের কিছু অংশ আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। 
 

Pahela Baishakh Weather Forecast
  • 9/10

যদিও বৃষ্টি হয়েও খুব একটা লাভ হবে না। কারণ স্বস্তি এখনই মিলবে না। আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। সেই কারণে ভ্যাপসা ভাব বহাল থাকবে। ঘাম বাড়বে।

Pahela Baishakh Weather Forecast
  • 10/10

আলিপুর আবহাওযা দফতর বলছে, শুক্রবার অর্থা নববর্ষের দিন তাপমাত্রা কিছুটা বাড়বে। দিনের বেলা রাস্তায় বেরিয়ে নাকাল হতে হবে কলকাতা তথা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

Advertisement