scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast:আরও ৩ ডিগ্রি চড়বে পারদ, দোলে কি এবার রেকর্ড গরম?

 Weather Forecast
  • 1/8

 শীত-বৃষ্টি কাটিয়ে চলে এসেছে বসন্ত। তবে এখনও ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ বজায় রয়েছে। 

 Weather Forecast
  • 2/8

যদিও  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রাও।  মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই দিনের বেলায় বেশ গরম অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। আর আপাতত এই পরিস্থিতিই বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

 Weather Forecast
  • 3/8

রাজ্যে এখনই আবার কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ দিন দুই বঙ্গে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

Advertisement
 Weather Forecast
  • 4/8

হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবেঙ্গ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে এবারের দোলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
 

 Weather Forecast
  • 5/8


আলিপুর আবাহওয়া দফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা আগামী ৪ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে।
 

 Weather Forecast
  • 6/8

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪  ডিগ্রির কাছাকাছি, আগামিকাল অর্থাৎ বুধবার এটা আরও ১  ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ ৩৫ ডিগ্রিতে পৌঁছবে শহরের তাপমাত্রা। 
 

 Weather Forecast
  • 7/8

পাশাপাশি এবার সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। ইতিমধ্যে পুরুলিয়া-সহ একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে।
 

Advertisement
 Weather Forecast
  • 8/8

 এই মুহূর্তে তাপপ্রবাহের কোন  সতর্কতা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
 

Advertisement