সকালের দিকে গরম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে পারদ৷ তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় এখনও পর্যন্ত খুব বেশি ঘাম হচ্ছে না।।
কলকাতা সহ সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। বিকেল পর্যন্ত গরমের দাপট থাকছে। তারপর থেকে খানিকটা স্বস্তি মিলছে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আরও কিছুদিন এই রকম আবহাওয়াই থাকবে।আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পারদ আরও চড়বে।
গত দু’সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই। এর মাঝেই মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করল।
আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। আর মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ।
হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবেঙ্গ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে এবারের দোলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবাহওয়া দফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা আগামী ৪ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। পাশাপাশি এবার সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের উষ্ণতম জায়গা ছিল মেদিনীপুর। সেখানে তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার তাপমাত্রা ৩৬ ডিগ্রি অতিক্রম করেছে। পানাগড়, আসানসোলে পারদ ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
আগামী এক সপ্তাহেও কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ফলে তাপমাত্রা এখন আর কমবে না। তবে উত্তরে সামান্য বৃষ্টি হতে পারে সামনের সপ্তাহে।