scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Tiger in Kultali : বাঘ ঢুকেছে গ্রামে, ঘুম উড়েছে কুলতলির, চলছে খোঁজ

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk one
  • 1/16

Tiger in Kultali: কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। কুলতলি ডোঙ্গাজোড়া শেখ পাড়াতে বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল গ্রামবাসীদের।

 আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk two
  • 2/16

শনিবার একটি বাঘ ঢুকে পড়েছিল এলাকায়। রবিবার সকালে স্থানীয় শেখপাড়ার এক বাসিন্দাকে বাঘ হামলা করে। তিনি মাছ-কাঁকড়া ধরতে যাওয়ার সময় হামলে পড়ে বাঘ।

আরও পড়ুন: শীতের 'সুপারফুড' লালশাক, ভাল রাখে চোখ-দাঁত, সারায় অ্যানিমিয়া, আরও অনেক গুণ

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk three
  • 3/16

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। গতকালই এই বাঘটিকে ধরার জন্য খাঁচা পেতেছিল বন দফতর।

 আরও পড়ুন: ৩০ বছর বয়সের পর মা হতে চাইলে এই ৫ জরুরি জিনিস মাথায় রাখুন

Advertisement
Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk four
  • 4/16

কিন্তু বাঘ খাঁচায় ধরা দেয়নি। এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। বাঁধের খুঁজে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন গ্রামবাসীও বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন: পর্নে মানা, অন্য মহিলার সঙ্গে সম্পর্কেও! স্বামীকে 'বেঁধে' রাখতে আজব নিয়ম স্ত্রীর

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk five
  • 5/16

শনিবারের পর কুলতলিতে আবারও বাঘের দর্শন। ৫ নম্বর গরানকাঠি এলাকায় বাঘ দেখতে পাওয়া যায়। এদিন সকালে বাঘ দেখতে পান এক মৎস্যজীবী। তাঁর নাম চম্পা নস্কর। 

আরও পড়ুন: কিডনি স্টোনের আশঙ্কা কমায়-ইমিউনিটি বাড়ায় কমলালেবু, রয়েছে আরও অনেক গুণ

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk six
  • 6/16

তিনি ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন। আর তখনই বনের মধ্যে বাঘ দেখতে পান। ওই মৎস্যজীবি পালিয়ে আসেন গ্রামে। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে বন দফতরের কর্মী ও কুলতলি  থানার পুলিশ পৌঁছয়।

আরও পড়ুন: ব্লাড প্রেশারে ভুগছেন? মুলো খেয়েও নিয়ন্ত্রণ করতে পারেন, এছাড়াও...

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk seven
  • 7/16

গায়েনের চক  ও ৫ নম্বর গরানকাটি এলাকায় বাঘের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। সারারাত গ্রাম প্রহারা দেন গ্রাম বাসীরা। 

আরও পড়ুন: দু'হাতে কোনও ক্রমে ঢাকার চেষ্টা! পুনমের বোল্ড TOPLESS ছবি ভাইরাল

Advertisement
Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk eight
  • 8/16

এদিন সকালে ওই জঙ্গলের পাশের জঙ্গলে আবার বাঘ দেখতে পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা এলাকা ঘিরে রেখেছে বনদপ্তর জাল দিয়ে। পাশাপাশি বাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়েছে।

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk nine
  • 9/16

চলতি মাসের প্রথম দিকেও কুলতলির লোকালয়ে বাঘের হানার ঘটনা ঘটেছিল। আতঙ্কিত ছড়ায় এলাকাবাসীরল মনে।

 

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk ten
  • 10/16

লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রামে।

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk eleven
  • 11/16

সে সমসয় সকালে এলাকার মানুষ গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এতেই আতঙ্ক ছড়ায়। 

 

Advertisement
Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk twelve
  • 12/16

ঘটনার খবর পেয়ে মৈপীঠ কোস্টাল থানার পুলিশকে খবর দিলে ওসি মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়েছিলেন। 

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk thirteen
  • 13/16

গ্রামে বাঘের উপস্থিতি নিশ্চিত হতেই এ বিষয়ে বন দফতরকে খবর দেয় পুলিশ।

 

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk fourteen
  • 14/16

পরে স্থানীয় নলগড়া বিট অফিস ও আশপাশের রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন।

Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk fifteen
  • 15/16

শেষ পর্যন্ত স্থানীয় একটি ধানক্ষেতে বাঘের খোঁজ মেলে। এরপরেই ধান ক্ষেতটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। স্বস্তি মেলে স্থানীয় বাসিন্দাদের।

Advertisement
Tiger attacks a man in Kultali people are worried Forest department is trying to catch abk sixteen
  • 16/16

তবে সেই স্বস্তি বেশিদিন টিকল না। ফের বাঘের হানা কুলতলিতে।

Advertisement