scorecardresearch
 

Relationship Rules : পর্নে মানা, অন্য মহিলার সঙ্গে সম্পর্কেও! স্বামীকে 'বেঁধে' রাখতে আজব নিয়ম স্ত্রীর

Relationship Rules: তাঁরা বিভিন্ন কমেন্ট করেছেন। আর নিজেদের অপছন্দের কথা জানিয়ে দিয়েছেন। যেন শুরু হয়েছিল নেট-যুদ্ধ।

স্বামীর জন্য নিয়ম তৈরি করেছেন স্ত্রী (প্রতীকী ছবি) স্বামীর জন্য নিয়ম তৈরি করেছেন স্ত্রী (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • বিয়ে মানে এক নতুন জীবনের শুরু
  • আর তা ঠিক রাখতে অনেকে অনেক কিছুই করেন
  • আমেরিকায় এক মহিলা নিজের বিয়ে টিকিয়ে রাখতে অনেক রকম উপায় বের করেছেন

Relationship Rules: বিয়ে মানে নতুন জীবন। আর তা ঠিক রাখতে অনেকে অনেক কিছুই করেন। কখনও তা কাজে লাগে। আবার কখনও তা লাগে না। আমেরিকায় এক মহিলা নিজের বিয়ে টিকিয়ে রাখতে অনেক রকম উপায় বের করেছেন।

স্বামীর জন্য নিয়ম
তিনি নিজের স্বামীর জন্য বেশ কিছু নিয়ম তৈরি করেছেন। ওই মহিলার নাম বেলি ম্য়াকফার্সন। তিনি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেছেন। আর তারপর ওই সব নিয়মের ব্য়াপারে জানিয়েছেন। তবে ঘটনা হল, তাঁর নিয়ম অনেকেই অপছন্দ করেছেন।

তাঁরা বিভিন্ন কমেন্ট করেছেন। আর নিজেদের অপছন্দের কথা জানিয়ে দিয়েছেন। যেন শুরু হয়েছিল নেট-যুদ্ধ। বেলি সে-সব শুনতে রাজি নন বোধহয়। তিনি কী কী নিয়মে বেঁধে দিয়েছেন, দেখে নিই।

আরও পড়ুন: জাতীয় পতাকায় পরিবর্তন চেয়েছিলেন সত্যজিৎ, কারণ জানেন?

৬ দফা নিয়ম
১. স্বামী অন্য কোনও মহিলার সঙ্গে আর স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে বন্ধুত্ব রাখবেন না
২. দু'জনের মধ্য়ে কেউই কখনও অন্য কোনও পুরুষ বা মহিলার সঙ্গে একা ঘুরতে যাবেন না
৩. একে-অপরকে না জানিয়ে তাঁরা অন্য কোনও পুরুষ বা মহিলাকে মেসেজ পাঠাবেন না
৪. স্বামী-স্ত্রী অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করবেন না
৫. দু'জনের কেউই পর্ন ছবি দেখবেন না
৬. সব সময় একে অপরকে আগে রাখবেন, এমনকী মা-বাবার আগে

আরও পড়ুন: সুব্রত-দৌত্যে কেটেছিল সত্যজিতের 'সোনার কেল্লা'র জট, আসুন জেনে নিই

২০১৮ সালে বিয়ে
তাঁদের বিয়ে হয়েছে ২০১৮ সালে। তাঁর শেয়ার করা ভিডিও এখনও পর্যন্ত কয়েক লক্ষ মানুষ দেখেছেন। তাঁদের অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, এগুলো বেকার সব নিয়ম।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে, এইসব নিয়ম বলে দিচ্ছে তাঁরা একে অপরকে নিয়ে কতটা ভয়ে আছেন। তা নিয়ে প্রবল আলোচনা হয়।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার মেনুতে 'হালাল মাংস' নিয়ে বিতর্ক, কী জিনিস সেটা?

আর এর মাঝেই বেলি আরও একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ব্য়াখ্যা দেন, কেন তিনি এমন নিয়ম তৈরি করেছেন। তিনি তার পক্ষে সওয়াল করেন।

একটি রিপোর্টে বলা হয়েছে, তিনি দাবি করেছেন, একজন বিবাহিত মহিলা হিসেবে আমার মনে হয়, আমার অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনও দরকার নেই। আর ঠিক এভাবেই আমার মনে হয়, আমার স্বামীরও অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই।

তিনি আরও জানাচ্ছেন, আমরা একে অপরের পরিপূরক। পর্ন না দেখার নিয়ম এ জন্য যাতে আমাদের শরীর ভাল থাকে। আবেগের দিক থেকে আমরা যাতে আরও ভাল থাকি। আর একে-অপরের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা যাতে আরও গভীর হয়।