scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

এবার কলেজে ভর্তির ভুয়ো চক্র ফাঁস শিলিগুড়িতে, গ্রেফতার ১

কলেজে ভর্তির নামে প্রতারণা ফাঁস
  • 1/7

কলেজে ভর্তির নাম করে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি কলেজ চত্বরে।

কলেজে ভর্তির নামে প্রতারণা ফাঁস
  • 2/7

শিলিগুড়ির এক তরুণীকে কলেজে ভর্তি করার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে শিলিগুড়ির মহাকালপল্লীর এক ক্যাফের মালিকের বিরুদ্ধে।

কলেজে ভর্তির নামে প্রতারণা ফাঁস
  • 3/7

জানা গিয়েছে, গত বছর অগাস্ট মাস নাগাদ এক তরুণীকে শিলিগুড়ি কলেজে ভর্তি করবার আশ্বাস দিয়ে তার থেকে ৫ হাজার টাকা নেয় অভিযুক্ত যুবক অরূপ সরকার।

Advertisement
কলেজে ভর্তির নামে প্রতারণা ফাঁস
  • 4/7

দীর্ঘ এক বছর ধরে কলেজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট সহ একাধিক কাগজপত্র ওই তরুণীকে দেয় ওই যুবক। কিন্তু আজ ওই তরুণী কলেজে এসে পৌঁছালে সে জানতে পারে সমস্ত কাগজপত্র ভুয়ো এবং তার ওই কলেজে কখনো ভর্তি হয়নি।

কলেজে ভর্তির নামে প্রতারণা ফাঁস
  • 5/7

তৎক্ষণাৎ কলেজ কর্তৃপক্ষ খবর দেয় শিলিগুড়ি থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবক ও তরুণী দু জনকেই থানায় নিয়ে যায়।

কলেজে ভর্তির নামে প্রতারণা ফাঁস
  • 6/7

কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর মায়ের বক্তব্য তার মেয়েকে এক বছর ধরে ভুয়ো কাগজপত্র দিয়ে কলেজে ভর্তি হয়ে গিয়েছে বলে টাকা আত্মস্বাদ করেছে ওই যুবক।

কলেজে ভর্তির নামে প্রতারণা ফাঁস
  • 7/7

অন্যদিকে, কলেজের প্রিন্সিপাল ডঃ সুজিত ঘোষ জানান,  ওই তরুণী আজ কলেজে এসে তার ভর্তির ব্যাপারে বলে এবং তার কাছে থাকা কলেজের কাগজপত্র দেখায়, যা যাচাই করে দেখা যায় সবটাই ভুয়ো। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement