scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Madan Mitra : একহাঁটু জল, 'দুয়ারে জল' নিয়ে হাজির মদন মিত্র, দেখুন

ছবি সৌজন্য : মদন মিত্র ফেসবুক পেজ
  • 1/7

টানা ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ অংশ। ব্যতিক্রম নয় কামারহাটিও। ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও কোথাও এক হাঁটু জল। 
 

ছবি সৌজন্য : মদন মিত্র ফেসবুক পেজ
  • 2/7

মঙ্গলবার সেই সব জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। এক হাঁটু জল পেরিয়ে তিনি যান একালাকার বাসিন্দাদের বাড়ি। 

ছবি সৌজন্য : মদন মিত্র ফেসবুক পেজ
  • 3/7

এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের হাতে পানীয় জলের বোতলও তুলে দেন মদন মিত্র। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। 

Advertisement
ছবি সৌজন্য : মদন মিত্র ফেসবুক পেজ
  • 4/7

এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের হাতে পানীয় জলের বোতলও তুলে দেন মদন মিত্র। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। 

ছবি সৌজন্য : মদন মিত্র ফেসবুক পেজ
  • 5/7

এদিন মদন মিত্রের সঙ্গে ছিলেন পৌরসভার আধিকারিকরাও। তাঁরাও পরিস্থিতি খতিয়ে দেখেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। 
 

ছবি সৌজন্য : মদন মিত্র ফেসবুক পেজ
  • 6/7

 মদন মিত্র বলেন, 'এই এলাকায় জলের সমস্যা অনেকদিনে। জল জমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর সরকার কোনওভাই দায়ী নয়। এই এলাকাটা আগে থেকেই নিচু।' 

ছবি সৌজন্য : মদন মিত্র ফেসবুক পেজ
  • 7/7

মদন মিত্র আরও বলেন, 'এই সমস্যার সমাধানের জন্য প্রায় ৩ মাস দরকার। কিন্তু, সেই ৩ মাস এলাকার মানুষ সমস্যায় পড়বেন। তাঁদের রুজিরুটি বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখনই কিছু করা সম্ভব নয়। '

Advertisement