পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Hike) মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। সাধারণ মানুষের পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দলগুলিও।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ফের একবার পথে নামলো তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন হুগলির রিষড়ায় (Hooghly Rishra) এক অভিনব প্রতিবাদ কর্মূচির আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
এদিন গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাককে নিজেদের কোমরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যান তৃণমূল নেতা কর্মীরা। একইসঙ্গে ঘোড়ার গাড়িতে চেপেও প্রতিবাদ জানান তাঁরা।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রিষড়ার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। আমরা এখন ১০০ বছর আগের সময়ে ফিরে যাচ্ছি। এখন পেট্রোল-ডিজেল গাড়িতে চাপা আমাদের সাধ্যের বাইরে। তাই এখন সেই ঘোড়ার গাড়িতে চেপেই ঘুরতে হবে আমাদের।"