হুড়মুড়িয়ে রাজ্যে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ থেকে ফের রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছে নবান্ন।
শীতের ভরা ব্যবসায় ফের জল ঢাললো করোনা। যার জেরে সুন্দরবনের কয়েক লক্ষ্য ব্যবসায়ীদের মাথায় হাত।
সরকারি নির্দেশ জানার পর বন্ধ হয়ে গেছে সুন্দরবন। সুন্দরবন বন্ধ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছে হোটেল,লঞ্চ-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষ।
ইতিমধ্যেই বিভিন্ন ডকগুলোতে ফিরতে শুরু করেছে লঞ্চ বোর্ড। সরকারি নির্দেশে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার কথা বলা হয়েছে। আর তাই সুন্দরবনও বন্ধ হয়ে গেল সোমবার থেকে।
শীতের ভরা সিজিনে পর্যটন বন্ধ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়লেন বহু মানুষ। ইতিমধ্যেই সমস্ত লঞ্চ ফিরতে শুরু করেছে।
ট্যুর ক্যান্সেল করেছেন ভ্রমণ পিপাসা মানুষরা। সমস্ত হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকেও।
ট্যুর ক্যান্সেল করেছেন ভ্রমণ পিপাসা মানুষরা। সমস্ত হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকেও।
সরকারের কাছে তাদের আরজি অন্তত ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হোক লঞ্চ বোর্ডের মত ভ্রমণ পরিষেবাগুলি। আর তার ফলে বাঁচবে সুন্দরবন ট্যুর ব্যবসা।
করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়তে থাকার কারণেই রবিবার নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত পর্যটন কেন্দ্র গুলি বন্ধ রাখার। আর তার পরবর্তী সময়ে এই সিদ্ধান্তে মাথা হাত ব্যবসায়ীদের।