scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Sundarbans:পর্যটনের ভরা মরশুমে বন্ধ হল সুন্দরবনও, মাথায় হাত ব্যবসায়ীদের

 Sundarbans Tourism
  • 1/11

হুড়মুড়িয়ে রাজ্যে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ  থেকে ফের রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছে নবান্ন।

 Sundarbans Tourism
  • 2/11

এই আবহে আজ থেকে ফের পর্যটন বন্ধ হয়ে গেল সুন্দরবনে।

 Sundarbans Tourism
  • 3/11

শীতের ভরা ব্যবসায় ফের জল ঢাললো করোনা। যার জেরে সুন্দরবনের কয়েক লক্ষ্য ব্যবসায়ীদের মাথায় হাত। 

Advertisement
 Sundarbans Tourism
  • 4/11

সরকারি নির্দেশ জানার পর বন্ধ হয়ে গেছে সুন্দরবন। সুন্দরবন বন্ধ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছে হোটেল,লঞ্চ-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষ। 

 Sundarbans Tourism
  • 5/11

ইতিমধ্যেই বিভিন্ন ডকগুলোতে ফিরতে শুরু করেছে লঞ্চ বোর্ড। সরকারি নির্দেশে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার কথা বলা হয়েছে। আর তাই সুন্দরবনও বন্ধ হয়ে গেল সোমবার থেকে।

 Sundarbans Tourism
  • 6/11

শীতের ভরা সিজিনে পর্যটন বন্ধ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়লেন বহু মানুষ। ইতিমধ্যেই সমস্ত লঞ্চ ফিরতে শুরু করেছে।

 Sundarbans Tourism
  • 7/11


 ট্যুর ক্যান্সেল করেছেন  ভ্রমণ পিপাসা মানুষরা। সমস্ত হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকেও। 
 

Advertisement
 Sundarbans Tourism
  • 8/11


 ট্যুর ক্যান্সেল করেছেন  ভ্রমণ পিপাসা মানুষরা। সমস্ত হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকেও। 
 

 Sundarbans Tourism
  • 9/11

সরকারের কাছে তাদের আরজি অন্তত ৫০ শতাংশ  যাত্রী নিয়ে শুরু হোক লঞ্চ বোর্ডের মত ভ্রমণ পরিষেবাগুলি। আর তার ফলে বাঁচবে সুন্দরবন ট্যুর ব্যবসা। 
 

 Sundarbans Tourism
  • 10/11

করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়তে থাকার কারণেই রবিবার নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত পর্যটন কেন্দ্র গুলি বন্ধ রাখার। আর তার পরবর্তী সময়ে এই সিদ্ধান্তে মাথা হাত ব্যবসায়ীদের।
 

 Sundarbans Tourism
  • 11/11

সুন্দরবন ব্যবসা চলে মূলত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস জুড়ে। তিন মাসের আয়ের  উপর নির্ভর করেই চলে সারা বছরের সংসার। কিন্তু  মাতলা নদীতে এদিন সকাল থেকে  দেখা গেল অন্য চিত্র, লাইন দিয়ে লঞ্চ ফিরে আসছে। নেই যাত্রীর দল।

Advertisement