WB Assembly Byelection Results: আজ, মঙ্গলবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। ভোট গণনা শুরু হয়ে যাবে সকাল থেকে। সেখানে ভোট নেওয়া হয়েছিল শনিবার।
যে ৪ কেন্দ্রে ভোট হয়েছিল সেগুলি হল খড়দা (Khardah), গোসাবা (Gosaba), দিনহাটা (Dinhata) এবং শান্তিপুর (Santipur)। দু-একটি ঘটনা বাদ দিলে ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছিল।
বিজেপি জিতেছিল দিনহাটা এবং শান্তিপুর আসনে। সেখানকার প্রার্থী ছিলেন ছিলেন নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার।
তবে বিজেপি মনে করেছিলে, তারা রাজ্য শাসন ক্ষমতায় আসবে। তাই দলের অনেক সংসদে দাঁড়িয়েছিলেন কিন্তু বিজেপির সেই ইচ্ছা পূরণ হয়নি।
পরে সিদ্ধান্ত নেওয়া হয় ওই দুই সাংসদ নিজেদের সাংসদ পদ ধরে রাখবেন। তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। আর তাই সেই দুই আসনে উপনির্বাচন হচ্ছে।
অন্যদিকে, খড়দায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। ভোটের ফল প্রকাশের আগেই প্রার্থী কাজল সিনহার মৃত্যু হয়। তাই সেখানে তাই উপনির্বাচন করা হচ্ছে।
গোসাবার তৃণমূল প্রার্থী এবং বিধায়ক জয়ন্ত নস্কর প্রয়াত হয়েছেন। ফলে সেই শুন্য আসনে উপনির্বাচন হয়েছে।
খড়দা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। তিনি একুশের ভবানীপুর আসন থেকে লড়েছিলেন। এবং জিতেওছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। তাঁকে হারিয়ে দিয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-কে নিজের পদ ধরে রাখতে ৬ মাসের মধ্যে বিধানসভায় জিতে আসতে হত। তাই তিনি ফের দাঁড়িয়েছিলেন ভবানীপুরে। এবং সেই ভবানীপুর শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)-কে ছেড়ে দিতে হয়।