scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

WB Assembly Byelection Results : আজ ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল, কড়া নিরাপত্তা

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk গোসাবা
  • 1/12

WB Assembly Byelection Results: আজ, মঙ্গলবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। ভোট গণনা শুরু হয়ে যাবে সকাল থেকে। সেখানে ভোট নেওয়া হয়েছিল শনিবার। 

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk খড়দা
  • 2/12

যে ৪ কেন্দ্রে ভোট হয়েছিল সেগুলি হল খড়দা (Khardah), গোসাবা (Gosaba), দিনহাটা (Dinhata) এবং শান্তিপুর (Santipur)। দু-একটি ঘটনা বাদ দিলে ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছিল।

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk দিনহাটা
  • 3/12

কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হয়। মেনে চলা হয়েছিল করোনা বিধি।

Advertisement
WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk শান্তিপুর
  • 4/12

একুশের ভোটে এই চারটি আসনের মধ্যে দু'টি কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবং বাকিগুলিতে বিজেপি।

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk one
  • 5/12

বিজেপি জিতেছিল দিনহাটা এবং শান্তিপুর আসনে। সেখানকার প্রার্থী ছিলেন ছিলেন নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার।

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk two
  • 6/12

তবে বিজেপি মনে করেছিলে, তারা রাজ্য শাসন ক্ষমতায় আসবে। তাই দলের অনেক সংসদে দাঁড়িয়েছিলেন কিন্তু বিজেপির সেই ইচ্ছা পূরণ হয়নি।

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk three
  • 7/12

পরে সিদ্ধান্ত নেওয়া হয় ওই দুই সাংসদ নিজেদের সাংসদ পদ ধরে রাখবেন। তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। আর তাই সেই দুই আসনে উপনির্বাচন হচ্ছে।

Advertisement
WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk four
  • 8/12

অন্যদিকে, খড়দায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। ভোটের ফল প্রকাশের আগেই প্রার্থী কাজল সিনহার মৃত্যু হয়। তাই সেখানে তাই উপনির্বাচন করা হচ্ছে।

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk five
  • 9/12

গোসাবার তৃণমূল প্রার্থী এবং বিধায়ক জয়ন্ত নস্কর প্রয়াত হয়েছেন। ফলে সেই শুন্য আসনে উপনির্বাচন হয়েছে।

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk six
  • 10/12

খড়দা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। তিনি একুশের ভবানীপুর আসন থেকে লড়েছিলেন। এবং জিতেওছিলেন।

WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk seven
  • 11/12

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। তাঁকে হারিয়ে দিয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-কে নিজের পদ ধরে রাখতে ৬ মাসের মধ্যে বিধানসভায় জিতে আসতে হত। তাই তিনি ফের দাঁড়িয়েছিলেন ভবানীপুরে। এবং সেই ভবানীপুর শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)-কে ছেড়ে দিতে হয়। 

Advertisement
WB assembly byelection results 2021 in 4 seats khardah gosaba dinhata and santipur abk eight
  • 12/12

আর তাই শোভন দেব চট্টোপাধ্যায় খড়দায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে মোট ভোটার ২,৩২,৩৪৮। এর মধ্যে পুরুষ ভোটারের ১,১৬,১৪৪ এবং মহিলা ভোটার রয়েছে ১,১৬,১৯৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৩৩৫ টি। এর মধ্যে প্রধান বুথের সংখ্যা ২৩৬ এবং অক্সালারি বুথ আছে ৯৯ টি।

Advertisement