scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS : জাঁকিয়ে বসেছিল! হাবড়ায় ভিটে খুঁড়ে উদ্ধার ১৪ গোখরো

বনকর্মীদের চেষ্টা
  • 1/7

বনকর্মীদের দীর্ঘ প্রায় বারো ঘন্টার চেষ্টায় সদ্যোজাত ১৪টি গোখরো সাপ-সহ ২৩টি ডিমের খোল, সাপের খোলস উদ্ধার হল। বাড়ির ভিটের মাটি খুঁড়ে সেগুলি পাওয়া যায়।তা দেখতে ভিড় লেগে গিয়েছিল এলাকায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ।

চিন্তায়
  • 2/7

এই ঘটনায় বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন ওই বাড়ির বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দাদের মনেও। তবে এখন সকলে স্বস্তিতে যেন।

হাবড়া
  • 3/7

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকার বিদ্যাসাগর পল্লীর বেলতলা এলাকার গোপাল মন্ডলের বাড়িতে। রবিবার দুপুর থেকে ১২ ঘণ্টার বেশি সময় ধরে পরিবার প্রতিবেশী এবং বন দফতরের কর্মীদের চেষ্টায় বাড়ির ভিতর থেকে ১৪টি সদ্যোজাত গোখরো সাপ উদ্ধার করা হয়েছে।

Advertisement
ভিড়
  • 4/7

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে হাবড়া থানার পুলিশের দ্বারস্থ হন বন দফতরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় সরিয়ে দেয়।

গর্ত
  • 5/7

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। হঠাৎ সেই সময় তাঁদের নজরে আসে বাড়িতে একটি গর্ত রয়েছে। এবং সেখান থেকে একটি সদ্যোজাত গোখরো তাদের চোখে পড়ে। পরদিন, অর্থাৎ রবিবার সকাল বেলা দুই থেকে তিনটি সদ্যোজাত গোখরো বাড়ির আনাচে-কানাচে ঘোরাঘুরি করতে দেখেন। খবর দেওয়া হয় বন দফতরের।
 

উদ্ধার
  • 6/7

খবর পেয়ে বন দফতরের কর্মীরা দুপুর একটা নাগাদ এসে কাজ শুরু করেন। রাত বারোটা নাগাদ বন দফতরের কর্মীরা প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের মেঝে খুঁড়ে ১৪টি গোখরো সাপের সদ্যোজাত বাচ্চা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২৩টি সাপের ডিমের খোসা এবং সাপের খোলস‌ পাওয়া গিয়েছে।

জঙ্গলে
  • 7/7

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোখরো সাপের বাচ্চাগুলোকে বারাসত ফরেষ্ট আধিকারিকদের হাতে তুলে দেয়া হবে এবং পরবর্তী সময়ে কোনও একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঘটনায় বাড়ির মালিক আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে এখন কিছুটা স্বস্তি পেয়েছেন।

Advertisement