ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। মঙ্গলবার IMD-র তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার সকালের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে।
IMD জানিয়েছে, আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার লেভেলে গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে৷ এই নিম্নচাপের জেরে আজ থেকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হবে৷
আজ অর্থাৎ ১৬ নভেম্বর থেকে বৃষ্টি শুরু হবে। যা চলবে টানা ৫ দিন। নিম্নচাপ এলাকাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ১৮ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে তা নিম্নচাপে ঘনীভূত হবে।
এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। হতে পারে ঝড়ও।
মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি করেছে IMD। জানানো হয়েছে, ১৬ ও ১৭ তারিখ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তাঁরা যেন মাছ ধরতে না যান।
পাশাপাশি ২০ ও ২১ নভেম্বর তামিলনাড়ু-পুদুচেরি অঞ্চলেও মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। উপকূলের কাছে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বিবৃতিতে IMD জানিয়েছে, এই নিম্নচাপের ফলে তামিলনাড়ুতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হযতে পারে। আবার কেরাল ও নিকোবর দ্বীপপুঞ্জের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে ঝড়ের গতিবেগ হবে ৪৫-৫০কিলোমিটার৷ আর গাস্টিং স্পিড হবে তখন গতিবেগ হতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷