দক্ষিণবঙ্গে আপাতত ওয়েদার সিস্টেম কিছু নেই। আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal), পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)।
সর্বনিম্ম তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি কম রয়েছে। আগামী ৪-৫ দিনও মোটামুটি এমনই থাকবে। অর্থাৎ আপাতত তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই।
দিনের তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নিচে রয়েছে। বর্তমানে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
পশ্চিমদের জেলাগুলিতে খুব স্বাভাবিকভাবেই আরও একটু কম থাকবে তাপমাত্রা।
আরও পড়ুন - আলুর রস মুখে গ্ল্যামার আনে-মোলায়েম চুলও, কীভাবে বানাবেন?
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত শুষ্ক ও পরিচ্ছন আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
তবে পাহাড়ি এলাকা, অর্থাৎ দার্জিলিং ও কালিম্পংয়ের ২-১ জায়গায় আগামী ২ দিন হতে পারে হালকা ধরনের বৃষ্টিপাত।