scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

31st December Weather : বর্ষশেষে বৃষ্টি নাকি জাঁকিয়ে শীত? আবহাওয়ার পূর্বাভাস

প্রতীকী ছবি
  • 1/7

বৃহস্পতিবার সকালের দিকে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও অল্প বৃষ্টিও হয়। যার জেরে বর্ষশেষের আবহাওয়া নিয়ে রীতিমতো দুশ্চিন্তা শুরু হয় আমজনতার মনে। 

প্রতীকী ছবি
  • 2/7

তারমধ্যে যাঁরা বর্ষশেষ ও বর্ষবরণের পার্টির আয়োজন করেছেন তাঁদের চিন্তা আরও বেশখানিকটা বেড়ে যায়। 

প্রতীকী ছবি
  • 3/7

যদিও এরই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Westher Office)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর (31st December) আকাশ পরিস্কার হয়ে যাবে। বৃষ্টিপাতের আর কোনও সম্ভাবনা নেই।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

তারসঙ্গে তাপমাত্রা ২-১ ডিগ্রি কমবে। তবে দুই বঙ্গেই থাকবে কুয়াশার দাপট। 

প্রতীকী ছবি
  • 5/7

নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ পয়লা জানুয়ারি (1st January) তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

প্রতীকী ছবি
  • 6/7

 ১ তারিখের পর তাপমাত্রা আরও খানিকটা কমবে। 

প্রতীকী ছবি
  • 7/7

তবে আগামী ৪-৫ দিনে জাঁকিয়ে শীতের কোনওরকম সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।  
 

Advertisement