scorecardresearch
 
Advertisement
করোনা

Corona Update Of West Bengal Today : বাংলায় দৈনিক আক্রান্ত প্রায় দ্বিগুণ, রাতের ঘুম কাড়ছে করোনা

প্রতীকী ছবি
  • 1/6

ওমিক্রন আবহে চূড়ান্ত আতঙ্ক বাড়াচ্ছে করোনা। স্বাস্থ্য দফতরের বৃস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ২,১২৮, যা প্রায় বুধবরের দ্বিগুণ।

প্রতীকী ছবি
  • 2/6

বুধবার রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১,০৮৯। বৃহস্পতিবারের বুলেটিন দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে ১,০৯০ জনই কলকাতার (Kolkata)।

প্রতীকী ছবি
  • 3/6

এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,৩৫,০৩৪ জন। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

তবে একইসঙ্গে এদিন দৈনিক সুস্থের সংখ্যাও বেড়েছ। এদিন করোনামুক্ত হয়েছেন ১,০৬৭ জন। ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৬,০৬,৫০১ জন।

প্রতীকী ছবি
  • 5/6

অন্যদিকে এদিন দৈনিক মৃত্যুর সংখ্যাতেও কোনও পরিবর্তন আসেনি। গতকালের মতো আজও রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। যার জেরে রাজ্যে মোট করোনার বলি বেড়ে হল ১৯,৭৫৭ জন। 

প্রতীকী ছবি
  • 6/6

তবে এই পরিস্থিতে রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক্ষেত্রে চিকিৎসকদের কেউ কেউ মনে করছেন করোনার তৃতীয় ঢেউ রাজ্যে চলে এসেছে। সংক্রমণের গ্রাফের দিকে নজর রেখে বারেবারেই মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন তাঁরা। 

Advertisement