নিম্নচাপজনিত বৃষ্টি জারি। আজ সোমবারও উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতা (kolkata) ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে বিভিন্ন জায়গায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়ও বৃষ্টিস্নাত হওয়ার সম্ভাবনা দূরের জেলাগুলিরও।
খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপশ্চিম বঙ্গোপসার ও সংলগ্ন বাংলা এবং ওডিশার উপকূলবর্তী অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে।
আগামী কয়েকঘণ্টার মধ্যে এর তীব্রতাও বাড়তে পারে। তাই আগামিকাল ১৫ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।