scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : সপ্তাহের শুরুতেও বৃষ্টি অব্যাহত, মৎস্যজীবীদের ওপরেও নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
  • 1/5

নিম্নচাপজনিত বৃষ্টি জারি। আজ সোমবারও উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

প্রতীকী ছবি
  • 2/5

হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতা (kolkata) ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে বিভিন্ন জায়গায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়ও বৃষ্টিস্নাত হওয়ার সম্ভাবনা দূরের জেলাগুলিরও।

প্রতীকী ছবি
  • 3/5

খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপশ্চিম বঙ্গোপসার ও সংলগ্ন বাংলা এবং ওডিশার উপকূলবর্তী অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/5

আগামী কয়েকঘণ্টার মধ্যে এর তীব্রতাও বাড়তে পারে। তাই আগামিকাল ১৫ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

প্রতীকী ছবি
  • 5/5

অন্যদিকে সোমবার শহর কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩৪ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সেক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।   

Advertisement