scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

'ভিলেন' করোনা ! পর্যটক শূন্য 'বাঁকুড়ার রানি' মুকুটমণিপুর

পর্যটক নেই মুকুটমণিপুরে
  • 1/5

'পর্যটকশূণ্য' মুকুটমণিপুর (Mukutmanipur Bankura)। এই ছবিটার সঙ্গে একদমই পরিচিত ছিলেন না স্থানীয় মানুষজম। কিন্তু করোনা (Corona) নামক ভিলেনের দাপটে এবং সেই সংক্রান্ত লকডাউনের (Lockdown) জেরে এখন এই ছবিটাই বাস্তব।

পর্যটক নেই মুকুটমণিপুরে
  • 2/5

জনমানবশূণ্য 'বাঁকুড়ার রানি'। বন্ধ একের পর এক দোকান, বন্ধ নৌকা চলাচল। জল, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় করেন মুকুটমণিপুরে।

পর্যটক নেই মুকুটমণিপুরে
  • 3/5

ছুটির দিনগুলিতে মুকুটমনিপুরের বুকে তিল ধারণের জায়গা থাকে না। ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের 'ডেস্টিনেশান' বাঁকুড়ার এই পর্যটনকেন্দ্র। এখানকার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তিই হল পর্যটন।

Advertisement
পর্যটক নেই মুকুটমণিপুরে
  • 4/5

কিন্তু সেই অর্থনৈতিক ভিত্তিকেই নড়িয়ে দিয়েছে মারণ ভাইরাস করোনা।যার জেরে চরম সমস্যার সম্মুখীন এখানকার মানুষজন। একই অবস্থা হোটেল ব্যবসায়ীদেরও। কারণ, পর্যটন শিল্পকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। যা পর্যটকদের অনুপস্থিতিতে এখন তালাবন্ধ। পাশাপাশি বন্ধ নৌকা চলাচলও।

পর্যটক নেই মুকুটমণিপুরে
  • 5/5

সবমিলিয়ে দেখতে গেলে খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মুকুটমণিপুরের পর্যটন শিল্পের উপর নির্ভরশীল মানুষগুলের জীবন ও জীবিকা। আশা একটাই, দ্রুত কেটে যাবে করোনাকাল, ফের পর্যটকদের যাতায়াতে সরগরম হয়ে উঠবে মুকুটমণিপুর।  

Advertisement