বিগত কয়েকদিনের মতো আজ বুধবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আজও শহর কলকাতা ও রাজ্যের দুই বঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।
হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও শহর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হতে পারে কয়েক পশলা বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, এদিন কলকাতা (Kolkata) শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অন্যদিকে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
পাশাপাশি এদিন উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) বেশকিছু জেলাতেও কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও বীরভূম এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলি।
গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়ে চলেছে রাজ্যের বিভিন্ন জেলায়। বৃষ্টির জেরে বেড়ে গিয়েছে বিভিন্ন নদীর জলস্তর। কোথাও কোথাও নদী বাঁধ ভেঙে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে জল।