বঙ্গে জারি থাকবে বৃষ্টি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, মোসুমী অক্ষরেখা উত্তরের দিকে সরে গিয়েছে।
ফলে আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গ (North Bengal), উত্তর বিহার, সিকিম, অসম ও অরুণাচলপ্রদেশে হতে পারে বৃষ্টি।
এক্ষেত্রে আজ ও আগামিকাল উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়বিদরা।
পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এরপর ২৫, ২৬ ও ২৯ তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির ফলে দার্জিলিং-কালিম্পং-এর মতো জেলায় ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে।
তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও ততটা ভাসবে না দক্ষিণবঙ্গ (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছ, দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।