scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

৫০ শতাংশ দর্শক নিয়ে খুলে যাচ্ছে বিনোদন পার্কগুলি, চলছে প্রস্তুতি

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 1/11

শিশুদের ঘরবন্দি দশার অবশেষে অবসান ঘটাতে চলছে। টানা ছ মাস পার্ক বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলছে পার্ক। যাঁদের দুটো ডোজের করোনার টিকা সম্পূর্ণ হয়ে গিয়েছে তাদের পার্কে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 2/11

প্রথম ডোজ যারা নিয়েছেন তাদেরকে শর্ত সাপেক্ষভাবে পার্কের বর্তমান পরিস্থিতির ওপর প্রবেশে অনুমতি মিলবে। করোনার জেরে রাজ্যের সমস্ত কিছু স্তব্ধ হয়েগিয়েছিল।

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 3/11

সংক্রমণ এড়াতে উত্তরবঙ্গে বনদপ্তরের উদ্যান ও কানন বিভাগের অন্তর্গত ৩২ টি পার্ক বন্ধের ঘোষণা করেছিল রাজ্য বন দপ্তর।

Advertisement
বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 4/11

জানা গিয়েছে, গত বছর করোনার কারণে পার্কগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছিল পার্কগুলি।

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 5/11

তবে দুমাস চলার পর অবশেষে ফের করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ফের মার্চের ১৩ তারিখ থেকে বন্ধ হয়ে যায় সমস্ত পার্ক। কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে খুলে গেল বন দপ্তরের উদ্যান ও কানন বিভাগের অন্তর্গত পার্কগুলি।

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 6/11

তবে এ ক্ষেত্রে বেশকিছু শর্ত লাগু করছে বনদপ্তর। জানা গিয়েছে, পার্কের ভেতরে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি। এ ছাড়াও যাঁদের দুটো ডোজের করোনার টিকা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাদের পার্কে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 7/11

যাঁরা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে শর্ত সাপেক্ষভাবে পার্কের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে প্রবেশে অনুমতি মিলবে। কিন্তু যাদের কোনও ডোজই নেওয়া নেই, তাঁদের প্রবেশ নিষিদ্ধ।

Advertisement
বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 8/11

অন্যদিকে, শিশুদের সুরক্ষার কথা সুনিশ্চিত করতে পার্কে সারপ্রাইজ ভিজিটে যাবে স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা। ঢোকার মুখে থাকবে থার্মাল গান, মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। পার্কের ভেতরে নজরদারির বাড়াতে অতিরিক্ত বনকর্মী নিযুক্ত করা হয়েছে।

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 9/11

বন দপ্তরের উত্তরবঙ্গের উদ্যান ও কানন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে বজায় রাখা হবে।

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 10/11

নজরদারি করতে সারপ্রাইজ ভিজিট করবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের আধিকারিক ও চিকিৎসকরা। করোনার টিকাকরণ যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

বৃষ্টির মধ্যেই পার্ক খোলার প্রস্তুতি চলছে
  • 11/11

অন্যদিকে বনদপ্তরের উদ্যান ও কানন বিভাগের শিলিগুড়ির রেঞ্জ অফিসার মানব চক্রবর্তী জানান, ইতিমধ্যেই দুদিন আগে থেকেই পার্কগুলি পরিস্কার ও স্যানিটাইজ করা হয়েছে। আপাতত ৫০ শতাংশের বেশি ভ্রমণকারীদের ঢুকতে দেওয়া হবে না।

Advertisement