scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

পারদ নামায় ফিরবে শীতের আমেজ, বৃষ্টির পূর্বাভাস আছে?

প্রতীকী ছবি
  • 1/7

গত দু'দিন ধরে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি। 

প্রতীকী ছবি
  • 2/7

আগামীকাল মঙ্গলবার (Tuesday) থেকে পরিচ্ছন্ন হয়ে যাবে আকাশ। সোমবার এমনটাই জানাল আলিপুর আবহওয়া দফতর।

প্রতীকী ছবি
  • 3/7

 রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামবে। আবহাওয়া আরও দফতর জানাচ্ছে, তামিলনাড়ু উপকূলে যে নিম্নচাপ ছিল তার প্রভাব কমবে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

এর ফলে উত্তর-পশ্চিম বায়ুর প্রভাব বাড়বে এবং জলীয় বাষ্পর প্রভাব কমতে শুরু করবে। মেঘলা হওয়ার জন্য দিনের যে তাপমাত্রা কমে গিয়েছিল, সেটা আবারও একটু বাড়বে।

প্রতীকী ছবি
  • 5/7

ফলে আগামী কয়েকদিন ঠান্ডার আমেজ উপভোগ করতে পারেন দক্ষিণবঙ্গবাসী। 

প্রতীকী ছবি
  • 6/7

প্রসঙ্গত দিন দুয়েক ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে কার্যত উধাও হয়ে গিয়েছে ঠান্ডার আমেজ।

প্রতীকী ছবি
  • 7/7

যদিও জাঁকিয়ে শীত কবে পড়বে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেনি আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement