scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: উত্তরবঙ্গে আজও বৃষ্টি, দক্ষিণে পারদ নামার পূর্বাভাস

Weather Forecast
  • 1/9

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ  বিহারের দিকে সরে গিয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমেছে। লক্ষ্মীপুজোতে কলকাতার আকাশের মুখ ভার থাকলেও ভারী বৃষ্টির থেকে রেহাই মিলেছে। তবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ।

Weather Forecast
  • 2/9

আবহাওয়া দফতরের তরফে  জানানো হয়েছে, বিহার এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সেটি একই এলাকার ওপরে অবস্থান করছে । তার জেরেই উত্তরচবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। 
 

Weather Forecast
  • 3/9

হাওয়া অফিস বলছে বুধবারের মত  বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। এদিন  আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙেও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Weather Forecast
  • 4/9


তবে শুক্রবার থেকে উত্তরে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
 

Weather Forecast
  • 5/9

এদিকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ের বহু জায়গায় ধস নেমেছে। দার্জিলিং একপ্রকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকী ধসের জেরে জাতীয় সড়কে পরিবহণও বন্ধ হয়ে গিয়েছে।  পাহাড়ের বহু রাস্তা বন্ধ। অনেক পর্যটকও আটকে পড়েছেন দার্জিলিং, কালিম্পং ও সিকিমে।
 

Weather Forecast
  • 6/9


দার্জিলিংয়ের জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ছোট ছোট অনেক জায়গায় ধস রয়েছে। তিস্তা যেভাবে ফুঁসে উঠতে শুরু করেছে পাহাড়েও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে।
 

Weather Forecast
  • 7/9

 প্রকোপ কমলেও দখিন-পূবালি বাতাসের কারণে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপ পুরোপুরি কেটে যাবে 

Advertisement
Weather Forecast
  • 8/9

এদিকে এবারের বৃষ্টি কমলেই রাজ্যে প্রাক শীত পর্ব শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস  দক্ষিণবঙ্গে আজ  থেকেই  পরিস্কার আকাশ দেখা যেতে পারে। আর তারপরই ২২ শে অক্টোবর থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এন্ট্রি নেবে প্রাক শীত বা প্রি উইন্টার পর্ব। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে রাতের তাপমাত্রা।
 

Weather Forecast
  • 9/9

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকবে।  কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এদিন সকাল থেকে রোদের দেখা মিলেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। 
 

Advertisement