ঝোড়ো ব্যাটিং-এর পর ফের ছন্দপতন শীতের। বুধবার দিন বেড়েছে শহরের তাপমাত্রা। তবে এদিনও কলকাতায় রয়েছে শীতের আমেজ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটা এখনও স্বাভাবিকের ১ ডিগ্রি কম।
এদিকে রাজ্যে পারদ পতনে ছন্দোপতন ঘটাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। সেকারনে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে রাজ্যে।
পাশাপাশি শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি বুধবার দুপুরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখাটি। সেকারণেই রাজ্যের তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যার জেরে বড়দিনে তাপমাত্রা বাড়বে। ফলে ২৫ ডিসেম্বর থাকছে না জাঁকিয়ে শীত।
হাওয়া অফিস বলছে, আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার কোন পরিবর্তন হবে না।
তবে ৪৮ ঘণ্টা পর থেকে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা বাড়বে। ২৫ ডিসেম্বর থেকে এখন আমরা যেই ঠান্ডাটা পাচ্ছি সেই ঠান্ডা থাকবে না। তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। এবং যে তাপমাত্রা বাড়বে সেটা বেশ কয়েকদিন থাকবে।