scorecardresearch
 
পশ্চিমবঙ্গ

Weather Forecast:আন্দামান সাগরে নিম্নচাপ, ফের বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

Weather Forecast
  • 1/11

ক্রমেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে দাপট বাড়ছে কুয়াশার দাপট। তবে শীতের দেখা মিলছে না। 
 

Weather Forecast
  • 2/11

আলিপুর আবহাওয়া অফিস বলছে এই ঘন কুয়াশার মাঝেও শীতের পূর্বাভাস নেই আপাতত। 
 

Weather Forecast
  • 3/11

হাওয়া অফিস বলছে আগামী ২  তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই,  আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। জেলায় জেলায়  শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।  
 

Weather Forecast
  • 4/11

রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই আগামী দুই থেকে তিন দিন।   তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি  বাড়বে। অর্থাৎ আগামী দুই থেকে তিন দিন এখন যে রকম ঠান্ডা রয়েছে সেই রকম ঠান্ডা থাকবে। তবে তারপর থেকে ফের  তাপমাত্রা বাড়তে শুরু করবে।
 

Weather Forecast
  • 5/11

 ফলে ঠান্ডা একটু কমবে ৩ তারিখ  অর্থাৎ শুক্রবার নাগাদ।

Weather Forecast
  • 6/11

পাশাপাশি দুই চব্বিশ পরগনা, দুই  মেদিনীপুর,  কিছুটা ঝারগ্রাম এবং হাওড়া,  এই  জেলাগুলির উপর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
 

Weather Forecast
  • 7/11

শনিবার অর্থাৎ  ৪ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। 
 

Weather Forecast
  • 8/11

আন্দামান সাগরে আগামীকাল অর্থাৎ ৩০  তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপটি প্রথমে পশ্চিম এবং পূর্ব-পশ্চিম দিকে এগিয়ে একটু ক্ষমতা বাড়িয়ে সমুদ্রের উপরে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে।

Weather Forecast
  • 9/11

ফলে আন্দামানে ৩০ নভেম্বর এবং ১ এবং ২ ডিসেম্বর  এই তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে।ফলে আন্দামানের ফেরি সার্ভিসে বিঘ্ন ঘটতে পারে।

Weather Forecast
  • 10/11

 পশ্চিমবঙ্গ থেকে যারা বেড়াতে যান তাদের জন্য বলা হচ্ছে  মঙ্গলবার থেকে বৃহস্পকিবার আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে  ৫০ থেকে ৬০  কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Weather Forecast
  • 11/11

 তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোন জায়গায় কোন সতর্কতা নেই এখনও পর্যন্ত। ৪ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে।