scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast On Dol Jatra 2023 In West Bengal : দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা, দোলের দিন কী পূর্বাভাস?

প্রতীকী ছবি
  • 1/7

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনে এবং রাতের তাপমাত্রায় আগামী পাঁচ দিন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। অর্থাৎ ভোরের দিকে জেলাগুলিতে ঠান্ডার আমেজ থাকবে। বেলার দিকে অনুভূত হবে গরম। 

প্রতীকী ছবি
  • 2/7

তবে ৮ তারিখ থেকে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি মতো বাড়তে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ১১ তারিখের পর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী ছবি
  • 3/7

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রেও দিনের এবং রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন থাকছে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

হাওয়া অফিসে জানাচ্ছে, দার্জিলিং-কালিম্পঙে হালকা বৃষ্টি ছাড়া রাজ্যের আর কোথাও আপাতত ৫ দিন বর্ষণের সম্ভাবনা নেই।

প্রতীকী ছবি
  • 5/7

সেই অনুযায়ী ৭ তারিখ দোল (Dol Jatra 2023) এবং ৮ তারিখ হোলিতে (Holi 2023) দক্ষিণবঙ্গের (South Bengal) কোথও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।  

প্রতীকী ছবি
  • 6/7

প্রসঙ্গত, আগামিকাল দোলের আনন্দে মাততে চলেছেন রাজ্যবাসী। আগামী পড়শুদিন দেশজুড়ে উদযাপিত হবে হোলি। 

প্রতীকী ছবি
  • 7/7

এখন দেখার দোল ও হোলির দিন শেষ পর্যন্ত কেমন থাকে আবহাওয়া। 

আরও পড়ুন - 'বিষ' থেকে বাঁচুন, বাড়িতেই তৈরি করা যায় ভেষজ আবির, সহজ উপায় রইল

Advertisement