দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনে এবং রাতের তাপমাত্রায় আগামী পাঁচ দিন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। অর্থাৎ ভোরের দিকে জেলাগুলিতে ঠান্ডার আমেজ থাকবে। বেলার দিকে অনুভূত হবে গরম।
তবে ৮ তারিখ থেকে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি মতো বাড়তে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ১১ তারিখের পর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রেও দিনের এবং রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন থাকছে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিসে জানাচ্ছে, দার্জিলিং-কালিম্পঙে হালকা বৃষ্টি ছাড়া রাজ্যের আর কোথাও আপাতত ৫ দিন বর্ষণের সম্ভাবনা নেই।
সেই অনুযায়ী ৭ তারিখ দোল (Dol Jatra 2023) এবং ৮ তারিখ হোলিতে (Holi 2023) দক্ষিণবঙ্গের (South Bengal) কোথও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, আগামিকাল দোলের আনন্দে মাততে চলেছেন রাজ্যবাসী। আগামী পড়শুদিন দেশজুড়ে উদযাপিত হবে হোলি।
এখন দেখার দোল ও হোলির দিন শেষ পর্যন্ত কেমন থাকে আবহাওয়া।
আরও পড়ুন - 'বিষ' থেকে বাঁচুন, বাড়িতেই তৈরি করা যায় ভেষজ আবির, সহজ উপায় রইল