scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: হোলির আগে জেলায় শুরু গরমের দাপট, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ
  • 1/8

বসন্ত জাগ্রত দ্বারে, এরই মধ্যে গরমের দাপট। দক্ষিণবঙ্গে বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ। সেই সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম। সকাল ও রাতে তুলনামূলক ঠান্ডা আবহাওয়া থাকলেও, বেলার তাপমাত্রায় ভোগান্তি। হোলির আগে, আজ কয়েক ডিগ্রি বাড়বে তাপমাত্রা, জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। 
 

কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছুঁতে পারে
  • 2/8

আজ কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছুঁতে পারে। এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাওই নেই।
 

মার্চের শুরু থেকেই পারদ চড়ছে
  • 3/8

মার্চের শুরু থেকেই পারদ চড়ছে। দ্বিতীয় সপ্তাহে তা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে সম্ভাবনা। 

Advertisement
 ৫ জেলায় তাপমাত্রা ইতিমধ্যে ৩৬ ডিগ্রি
  • 4/8

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে অসহনীয় পরিস্থিতি। ৫ জেলায় তাপমাত্রা ইতিমধ্যে তাপমাত্রা ৩৬ ডিগ্রি। 

 তাপমাত্রা ছাড়িয়েছে ৩৬ ডিগ্রি
  • 5/8

বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে। হোলিতে জেলায় ঘুরতে যাওয়ার পর্যটকদের গরমে নাজেহাল অবস্থা হতে পারে।

পশ্চিম থেকে গরম ও শুকনো বাতাস রাজ্যে ঢুকছে
  • 6/8

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম থেকে গরম ও শুকনো বাতাস রাজ্যে ঢুকছে। যার জেরে তাপমাত্রা বাড়ছে। জেলাগুলিতে ভোরের দিকে ঢাকবে কুয়াশার চাদরে।
 

দিনে ও রাতের তাপমাত্রা একই থাকবে
  • 7/8

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা একই থাকবে। 
 

Advertisement
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
  • 8/8

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement