কালীপুজোয় সারাদিন বৃষ্টি দেখেছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই কেটে গিয়েছে ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাব। এদিকে বৃহস্পতিবার রয়েছে ভাইফোঁটা।
ভাইফোঁটার দিন কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি হবে কিনা? তাই এখন ভাবাচ্ছে। তবে হাওয়া অফিস বলছে, আগামী পাঁচদিন রাজ্যে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
কলকাতা সহ বিভিন্ন জেলার তাপমাত্রা অনেকটা কমেছে। দিনের ও রাতের তাপমাত্রা আরও কমবে বলে মৌসম ভবন সূত্রে খবর। তাহলে কি বঙ্গে শীতের প্রবেশ ঘটতে চলেছে?
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সিতরাংয়ের প্রভাবে গত দুদিন ঠান্ডার আমেজ বাতাসে ছিল ঠিকই। তবে শীত এখনই পড়ছে না। রাজ্যে এই মুহূর্তে শীত ঢোকার কোন সম্ভাবনাই নেই।
আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, সাইক্লোনের প্রভাবে তাপমাত্রা নিম্নমুখী হলেও তা কোনোভাবেই শীতের সূচনা নয়।
শীত আসতে আসতে ডিসেম্বর মাস হবে বলে জানা যাচ্ছে। পুরোপুরি শীতের প্রবেশ হবে এই রাজ্যে আগামী ১৫ই ডিসেম্বর বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।