ভোরের দিকে একলাফে নামছে সর্বনিম্ন তাপমাত্রা। তার জেরে ঠান্ডার কাঁপুনি ভোরে এখনই অনুভব করছেন বঙ্গবাসী।
ঘূর্ণিঝড়ের রেশ কাটার পরেই পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটা নেমেছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে নেমে গিয়েছিল।
এখন নতুন করে নিম্নচাপ কিংবা কোন ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। ফলে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন আর নেই।
রাজ্যের বাকি জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা আরও নামতে পারে।