গত সপ্তাহ থেকেই শীতের আমেজ দেখা গিয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু হয়ে গিয়েছে। দিনের তাপমাত্রা বাড়লেও, কমছে রাতের তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ রয়েছে বাংলা জুড়ে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে। ভোরে বাতাসে শিরশিরানি থাকবে।
আপাতত গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া রয়েছে। জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর বলছে শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাবে
উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুক্রবার পর্যন্ত সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে।
কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে কলকাতার আকাশ আংশিক মেঘলা হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।