scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: বড়দিনে ৪ ডিগ্রি চড়বে পারদ, কড়া শীতের কী পূর্বাভাস?

Weather Forecast
  • 1/11

ডিসেম্বরের শেষ এসে গিয়েছে, এদিকেও তাও বঙ্গে থিতু হচ্ছে না শীত। এমনকি বড়দিনেও সেভাবে তাপমাত্রার পারদপতনের কোনও সম্ভবনা নেই।

Weather Forecast
  • 2/11

তবে কলকাতা শহরে  বুধবার সকালে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। মঙ্গলবার শহরের সর্বনিম্ন  তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
 

Weather Forecast
  • 3/11

এদিকে, রাজ্যের  পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কলকাতার তুলনায় শীতের আমেজ একটু বেশি তুলনামূলকভাবে। 

Advertisement
Weather Forecast
  • 4/11

হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যের ওপর মেজর কোনও  ওয়েদার সিস্টেম নেই। উত্তর-পশ্চিম দিক থেকে উত্তুরে হাওয়া ঢুকছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। 
 

Weather Forecast
  • 5/11

শুক্রবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না দুই বঙ্গে। এই ঠান্ডাটাই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বজায় থাকবে। 
 

Weather Forecast
  • 6/11

উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২৩ তারিখের পর থেকে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
 

Weather Forecast
  • 7/11

আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর আর মালদায় ঘন কুয়াশা থাকবে।  বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা.
 

Advertisement
Weather Forecast
  • 8/11

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা।  বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

Weather Forecast
  • 9/11

মূলত ২৪ তারিখ নাগাদ   বঙ্গোপসাগরে নর্থ বে অঞ্চলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। তাতে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে।  আর তার জেরেই  ২৩ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে।
 

Weather Forecast
  • 10/11

বড়দিন ক্রিসমাস ঠান্ডা কমে যাবে, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সব জায়গাতেই। 

Weather Forecast
  • 11/11

স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় কার্যত শীতের আমেজ সেভাবে থাকবে না এবারের  বড়দিনে।

Advertisement